সাতোরির কোচিংয়ের শুরুতেই মুখ থুবড়ে পরল ইস্টবেঙ্গল, এএফসিতে চার গোল হজম মেহতাবদের

Updated By: Feb 24, 2015, 09:49 PM IST
সাতোরির কোচিংয়ের শুরুতেই মুখ থুবড়ে পরল ইস্টবেঙ্গল, এএফসিতে চার গোল হজম মেহতাবদের

জোহর দারুল (৪) ইস্টবেঙ্গল (১)

ওয়েব ডেস্ক: এএফসি কাপের প্রথম ম্যাচে জোহর দারুলের কাছে ১-৪ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। এলকোর সাতোরির কোচিংয়ে প্রথম ম্যাচে দাঁড়াতেই পারল না লালহলুদ। অ্যাওয়ে ম্যাচ দলের রক্ষণ ডুবিয়ে দিল ইস্টবেঙ্গলকে।

এলকো সাতোরির কোচিংয়ে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পরল ইস্টবেঙ্গল। এএফসি কাপে জোহর দারুল তাজিমের কাছে ১-৪ গোলে হার লালহলুদের। অ্যাওয়ে ম্যাচ থেকে চার গোল খাওয়ার লজ্জা নিয়ে ফিরছে এলকো ব্রিগেড। মালয়েশিয়ার মাটিতে দাঁড়াতেই পারলেন না সুসাক, মেহতাবরা। দলের রক্ষণ নিয়ে প্রথম দিনই দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন এলকো। সুসাক, গুরবিন্দার, দীপকরা এএফসি কাপের প্রথম ম্যাচে দলকে ডুবিয়ে দিলেন। ম্যাচের ৯ মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় জোহর। ৩৫ মিনিটে র‍্যান্টি মার্টিন্স গোল শোধ করায় ম্যাচে ফিরে এসেছিল লালহলুদ।

তবে বিরতির আগেই ফের গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেঙে পরে লালহলুদের রক্ষণ। ম্যাচের ৫৩ মিনিটেই মধ্যে চার-এক গোলে এগিয়ে যায় জোহর। গোল করেন চানতারা ও সাফি। ম্যাচ শেষদিকে গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হন ডুডু। তুলুঙ্গার পরিবর্তে জোয়াকিমকে নামিয়েও কাজের কাজ হয়নি। অ্যাওয়ে ম্যাচ থেকে জিততে না পারলেও অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চেয়েছিলেন এলকো। উল্টেদল বড় ব্যবধানে হেরে যাওয়ায় চিন্তা বাড়ল ডাচ কোচের। দেশে ফিরেই ডেম্পোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। 

.