পাক ক্রিকেটে ডামাডোল, দেশে ফেরতের নির্দেশ প্রধান নির্বাচক মইন খানকে

Updated By: Feb 24, 2015, 08:23 PM IST
পাক ক্রিকেটে ডামাডোল, দেশে ফেরতের নির্দেশ প্রধান নির্বাচক মইন খানকে

 

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে ক্যাসিনোতে গিয়ে ফুর্তি করার জন্য প্রধান নির্বাচক মইন ঘানকে দেশে ফেরত আসার নির্দেশ দিল পাক ক্রিকেট বোর্ড। একই সঙ্গে দেশে ফেরত আসতে বলা হয়েছে নির্বাচন কমিটির এক সদস্যকেও। একই সঙ্গে বিতর্ক পিছু ছাড়ছে পাকিস্তান দলের। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম দুটো ম্যাচে হেরে গ্রুপ বির সবার শেষে রয়েছেন মিশবা-ইউ-হকরা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের বিতর্কও পাল্লা দিয়ে বাড়ছে।

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে প্রধান নির্বাচক মইন খানের ক্যাসিনোয় যাওয়া নিয়ে তদন্ত শুরু করল পাক বোর্ড। বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন ঘটনাটি ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত হওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচের আগেরদিন একটি ক্যাসিনোয় মইন খানের যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। দলের অবস্থা যখন খারাপ কি করে ফুর্তির মেজাজে সময় কাটালেন মইন, সেই প্রশ্ন উঠছে।

.