জয়ললিতা
এবারের ভোটে কিং মেকার হতে চলেছেন। এনডিএ-যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ভোটের বাজারে জয়ললিতার দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়াবে। ৩৯ টি আসনের তামিলনাড়ুতে ডিএমকে-এর অবস্থা বেশ খারাপ। এমন অবস্থা থেকে ৩০টি আসনের মত জিতে ফেলতে পারলে বাজিমাত করবেন আম্মা। যদিও এআইডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন কিংমেকার নয় কিং (থুড়ি কুইন) হওয়া।
এবারের ভোটে কিং মেকার হতে চলেছেন। এনডিএ-যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ভোটের বাজারে জয়ললিতার দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়াবে। ৩৯ টি আসনের তামিলনাড়ুতে ডিএমকে-এর অবস্থা বেশ খারাপ। এমন অবস্থা থেকে ৩০টি আসনের মত জিতে ফেলতে পারলে বাজিমাত করবেন আম্মা। যদিও এআইডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন কিংমেকার নয় কিং (থুড়ি কুইন) হওয়া।
জন্ম-২৪ ফেব্রুয়ারি,১৯৪৮। বাসস্থান- কোমালাভালি (মাইসুর)
ভোটের আগে অবস্থান-তৃতীয় ফ্রন্টে যোগ দিয়েছিলেন। পরে হঠাত্ করে তৃতীয় ফ্রন্ট ছেড়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগও করেন।
ভোটের পর কী অবস্থান নিতে পারেন-মুখে বলছেন এনডিএ বা ইউপিএ কোনও কিছুতেই যোগ দেবেন না। তবে বামফ্রন্টের তৃতীয় বিকল্প নাকি মমতা ব্যানার্জির থার্ড ফ্রন্ট কোন জোটে থাকবেন সেটাই দেখার।
কটা আসন জেতার সম্ভাবনা-২৮ থেকে ৩০টি।
কোন কোন বিষয়ে এগিয়ে-বিরোধী শিবির ছত্রভঙ্গ, স্বচ্ছ প্রশাসন, রাজ্যের উন্নয়ন।
কোন কোন বিষয় চিন্তায় রাখবে- গোষ্ঠীদ্বন্দ্ব, বেশ কিছু কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ।
জনপ্রিয়তা কোথায়-
কোথায় জনপ্রিয়তার অভাব-দক্ষিণ তামিলনাড়ুতে সংগঠন বেশ দুর্বল, মজবুত ঘাঁটিতে পার্টির নিচুতলা।