জয়ললিতা

এবারের ভোটে কিং মেকার হতে চলেছেন। এনডিএ-যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ভোটের বাজারে জয়ললিতার দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়াবে। ৩৯ টি আসনের তামিলনাড়ুতে ডিএমকে-এর অবস্থা বেশ খারাপ। এমন অবস্থা থেকে ৩০টি আসনের মত জিতে ফেলতে পারলে বাজিমাত করবেন আম্মা। যদিও এআইডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন কিংমেকার নয় কিং (থুড়ি কুইন) হওয়া।

Updated By: Apr 7, 2014, 10:19 AM IST

এবারের ভোটে কিং মেকার হতে চলেছেন। এনডিএ-যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে ভোটের বাজারে জয়ললিতার দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়াবে। ৩৯ টি আসনের তামিলনাড়ুতে ডিএমকে-এর অবস্থা বেশ খারাপ। এমন অবস্থা থেকে ৩০টি আসনের মত জিতে ফেলতে পারলে বাজিমাত করবেন আম্মা। যদিও এআইডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন কিংমেকার নয় কিং (থুড়ি কুইন) হওয়া।

জন্ম-২৪ ফেব্রুয়ারি,১৯৪৮। বাসস্থান- কোমালাভালি (মাইসুর)
ভোটের আগে অবস্থান-তৃতীয় ফ্রন্টে যোগ দিয়েছিলেন। পরে হঠাত্‍ করে তৃতীয় ফ্রন্ট ছেড়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগও করেন।
ভোটের পর কী অবস্থান নিতে পারেন-মুখে বলছেন এনডিএ বা ইউপিএ কোনও কিছুতেই যোগ দেবেন না। তবে বামফ্রন্টের তৃতীয় বিকল্প নাকি মমতা ব্যানার্জির থার্ড ফ্রন্ট কোন জোটে থাকবেন সেটাই দেখার।

কটা আসন জেতার সম্ভাবনা-২৮ থেকে ৩০টি।

কোন কোন বিষয়ে এগিয়ে-বিরোধী শিবির ছত্রভঙ্গ, স্বচ্ছ প্রশাসন, রাজ্যের উন্নয়ন।

কোন কোন বিষয় চিন্তায় রাখবে- গোষ্ঠীদ্বন্দ্ব, বেশ কিছু কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ।

জনপ্রিয়তা কোথায়-

কোথায় জনপ্রিয়তার অভাব-দক্ষিণ তামিলনাড়ুতে সংগঠন বেশ দুর্বল, মজবুত ঘাঁটিতে পার্টির নিচুতলা।

.