শুরু হল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ-LIVE UPDATE

ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে অসমের পাঁচটি ও ত্রিপুরার একটি কেন্দ্রে।

Updated By: Apr 7, 2014, 11:40 AM IST

------------------------------------
ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হচ্ছে অসমের পাঁচটি ও ত্রিপুরার একটি কেন্দ্রে।

অসমের ৮,৫৫৮টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৬৪ লক্ষ মানুষ৷

সকাল ১০টা- প্রথম ২ ঘণ্টায় অসমে ২৫ শতাংশ ও ত্রিপুরায় ২২ শতাংশ ভোট পড়েছে।
ভোট গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছে ত্রিপুরা লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত।

সকাল ৮.১৫টা--ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। সিপিআইএম, কংগ্রেস ছাড়াও এই আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস থেকে বেরিয়ে আসা ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসও।

সকাল ৮টা- অসমের পাঁচ কেন্দ্রের বিভিন্ন বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন।

এবার অসমে ভোট বয়কটের ডাক দেয়নি কোনও জঙ্গি সংগঠনই। ত্রিপুরায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১,৬০৫টি৷ এর মধ্যে দু’টি অতি স্পর্শকাতর ও ৪৮৬টি স্পর্শকাতর৷

অসমে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস ছেড়ে আসা লটারি ব্যারন মনি কুমার সুব্বা, মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ছেলে গৌরব গগৈ,বিদায়ী কংগ্রেস সাংসদ বিজয়কৃষ্ণ হান্ডিক, বিজেপি-র রাজ্য সভাপতি সর্বানন্দ সনোওয়াল

সকাল ৭.৩০টা- অসমের তেজপুর, কালিয়াবোর, জোড়হাট, ডিব্রুগড় এবং লখিমপুর কেন্দ্রে ভোটগ্রহণ। পাঁচ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৫১জন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে দুই রাজ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সকাল ৭টা--শুরু হল ভোটগ্রহণ।

.