CFL 2024 | Mohammedan: ঘরের মাঠে খিদিরপুরের কাছে আটকে গেল মহামেডান!

Mohammedan Sporting Club vs Kidderpore Sporting Club: দুরন্ত জয়ে লিগ শুরু করেও দ্বিতীয় ম্য়াচে আটকে গেল মহামেডান।  

Updated By: Jul 1, 2024, 05:30 PM IST
CFL 2024 | Mohammedan: ঘরের মাঠে খিদিরপুরের কাছে আটকে গেল মহামেডান!
বলের দখল নেওয়ার লড়াইয়ে দুই ফুটবলার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যতই জুন-জুলাই জুড়ে ফুটবলপাগল বাঙালিদের চোখ কোপা আমেরিকা (Copa America 2024) ও ইউরো কাপে (UEFA Euro 2024) থাকুক না কেন, শহরের তিন প্রধানও কিন্তু এই সময়ে কলকাতা ময়দানে। ফলে বাংলার ফুটবলেও নজর রাখতেই হচ্ছে। কারণ রমরমিয়ে চলছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2024)। সোমবার বিকালে গত তিনবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্য়াচে খেলতে নেমেছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club vs Kidderpore Sporting Club) বিরুদ্ধে। রেড রোডের ধারের ক্লাব এদিন গোলশূন্য় ড্র করল! 

আরও পড়ুন: মশাল জ্বালিয়ে লিগ শুরু লাল-হলুদের, টালিগঞ্জের জালে জড়াল ৭ গোল!

প্রথম ম্য়াচে উয়াড়িকে ৬-০ গোলের মালা পরিয়েছিল সজল বাগ ও লালথানকিমারা। কিন্তু হাকিম সেসেন্ডোরা এদনি আটকে গেলেন। পারলেন না গোলের মুখ দেখতে। উয়াড়ি এবং খিদিরপুর দলের একটা বড় পার্থক্য় ছিল। উয়াড়ি অল্পদিন অনুশীলন করেই মাঠে নেমে পড়েছিল। কিন্তু সুরজিৎ দাসের ছেলেরা অনেকদিন একসঙ্গে রয়েছেন। দলের মধ্য়ে একটা বোঝাপড়াও গড়ে উঠেছে। প্রথম ম্য়াচেই খিদিরপুর নৈহাটিতে মেসার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল। এই কথা বলতেই হবে যে, সেসেন্ডোরা এদিন যে এক পয়েন্ট পেয়েছেন তা ভাগ্য় করেই। কারণ প্রতিপক্ষ এই ম্য়াচের ভাগ্য় গড়ে দিতেই পারত। কিন্তু তেমনটা হতেই পারত। আগামী ৫ জুলাই মহামেডানের তৃতীয় ম্য়াচ কালীঘাটের বিরুদ্ধে। তার আগেই সেসেন্ডোকে জয়ের ফেরার রাস্তা তৈরি করে নিতে হবে।

আরও পড়ুন: মেজাজেই শুরু চ্যাম্পিয়নদের, উয়াড়িকে ৬ গোল মহামেডানের, ঝলসালেন সজল-লালথানকিমা

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.