13

উদ্বাস্তু সমস্যা: ৫ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিতে প্রস্তুত জার্মানি

জার্মানি এক বছরের জন্য ৫ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিতে প্রস্তুত।এই দায়িত্ব তারা বেশ কিছু বছরের জন্যই নেবে বলে জানিয়েছেন সে দেশের ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল। সংশ্লিষ্ট আধিকারিকরা  জানিয়েছেন এই মুহূর্তে ৮ লক্ষ মানুষ জার্মানি কাছে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ২০১৪ সালের থেকে যা চারগুণ বেশি। এর সঙ্গেই গ্যাব্রিয়েল মন্তব্য করেছেন অনান্য ইউরোপীয় দেশগুলোরও উচিৎ সাধ্যমত এগিয়ে এসে বাস্তুহারা মানুষদের আশ্রয় দেওয়া।