Kamarhati: কামারহাটির বেশ কয়েকটি ওয়ার্ডে ছড়াল ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ৬০ জনের বেশি
পরিস্থিতি বিচার করে কামারহাটিতে চলছে সতর্কতামূলক প্রচার
নিজস্ব প্রতিবেদন: কামারহাটি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ছড়াল ডায়রিয়া। পুরসভার ১,২,৩,৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এদের মধ্যে ৫ শিশুও রয়েছে। অধিকাংশই ভর্তি সাগরদত্ত হাসপাতালে। এমনটাই খবর পাওয়া যাচ্ছে হাসপাতাল ও পুরসভা সূত্রে।
আরও পড়ুন-Behala murder case: ফ্ল্য়াটের সিসি ক্যামেরা অকেজো জানত খুনি? ঘনীভূত হচ্ছে রহস্য
পরিস্থিতি বিচার করে কামারহাটিতে চলছে সতর্কতামূলক প্রচার। জল ফুটিয়ে খান, আপাতত পুরসভার জল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে পুরসভার তরফে। পুরসভার জলের নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে।
আরও পড়ুন-Kashmir: আবার উত্তেজনা ভূস্বর্গে, গৃহবন্দি Mehbooba Mufti
অসুস্থ বহু রোগীকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হলেও অনেককে আবার হাসপাতালের বারান্দায় স্যালাইন-ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই জানকী দেবী(৫০) নামে এক মহিলা সহ মোট দুজনের মৃত্যু হয়েছে। ওই দুজেনর মৃত্যুর কথা স্বীকার করেছেন পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। পরিস্থিতি বিচার করে হাসপাতালে ডায়রিয়ার জন্য পৃথক ওয়ার্ড খোলার কথাও ভাবনাচিন্তা করা হচ্ছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)