Weather Today: ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা! পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত?

Weather Update: কাল ১৪ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা। হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হবে কালিম্পং এর পার্বত্য এলাকাতেও। 

Updated By: Jan 13, 2025, 09:17 AM IST
Weather Today: ফের পশ্চিমী ঝঞ্ঝার বাধা! পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত?

অয়ন ঘোষাল: রাতের তাপমাত্রা একই থাকল। বাড়ল দিনের তাপমাত্রা। আজ আরও পারদ উত্থান। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত নয়। কাঁপুনি ছাড়াই মকর স্নান। কাল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা। প্রয়াগরাজে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি। গঙ্গাসাগরে বৃষ্টির সম্ভবনা নেই। মঙ্গলবারের মধ্যে আরো ১ থেকে ২ ডিগ্রি চড়বে রাতের পারদ। বৃহস্পতিবারের পর ফিরবে শীতের আমেজ। তা বজায় থাকবে গোটা জানুয়ারি মাস। তবে আমেজ ফিরলেও বঙ্গে এই মরশুমে জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা ক্ষীণ। 

কুয়াশা

উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং সামান্য তুষারপাতের পূর্বাভাস। ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। মকর সংক্রান্তিতে বঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। শীতের আমেজ থাকলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

 সিস্টেম

কাল ১৪ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত।

আরও পড়ুন- Los Angeles Wildfires: লস অ্যাঞ্জেলস দাবানলে জীবন্ত দগ্ধ এই হলিউড স্টার, মারাত্মক অভিযোগ আনলেন শিল্পীর মা
 
দক্ষিণবঙ্গ

দিনের এবং রাতের পারদ স্বাভাবিকের থেকে সামান্য বেশি। মঙ্গলবার এর মধ্যে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ এবং হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের প্রায় জেলায়। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে খুব হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।

উত্তরবঙ্গ

হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হবে কালিম্পং এর পার্বত্য এলাকাতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবারের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি এবং তুষারপাতের জেরে পার্বত্য এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নামবে। উত্তরবঙ্গে বাকি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা।
সোমবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার ও মালদা জেলাতে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে।

 কলকাতা

শনিবার ১২ ডিগ্রির ঘরে চলে যাওয়া পারদ সোমবার ১৪ ডিগ্রির ঘরে। মঙ্গলবার সংক্রান্তির দিন তা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। পৌষ সংক্রান্তিতে হালকা শীতের আমেজ বজায় থাকলেও  জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও। বৃহস্পতিবারের পর পারদ সামান্য নেমে শীতের আমেজ ফিরতে পারে। গোটা জানুয়ারি মাস হালকা শীতের আমেজ রাতে এবং ভোরে। তবে আর জাঁকিয়ে শীত নয় এই মরশুমে। 

আরও পড়ুন- Los Angeles Wildfires: লস অ্যাঞ্জেলস দাবানলে জীবন্ত দগ্ধ এই হলিউড স্টার, মারাত্মক অভিযোগ আনলেন শিল্পীর মা

 কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ থেকে একলাফে ২ ডিগ্রি বেড়ে ২৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৯ শতাংশ। 

 ভিনরাজ্যে

তামিলনাড়ু পন্ডিচেরি করাইকালে ভারী বৃষ্টির সতর্কতা। অতিঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে। অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় উত্তরপ্রদেশ রাজ্যে। প্রয়াগ রাজে ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টি মাথায় নিয়েই কাল শাহী স্নানের পূর্বাভাস।  তামিলনাডু পন্ডিচেরি করাই কাল এবং কেরল ও মাহেতে বৃষ্টি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.