EXPLAINED | Harsha Richharya | Maha Kumbh 2025: মহাকুম্ভের সুন্দরী সন্ন্যাসিনী কে? সত্যিই তিনি সাধ্বী তো! প্রশ্নের ঝড় নেটপাড়ায়...
Harsha Richharya: মহাকুম্ভে গিয়ে একাই সব নজর কেড়ে নিয়েছেন সুন্দরী সন্ন্যাসিনী হর্ষা রিচারিয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। অধুনা প্রয়াগরাজে প্রতিদিন পুণ্য়স্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। অতীতে এই জায়গা পরিচিত ছিল 'ইলাহাবাদ' নামে। সাধু-সন্ন্যাসিনীদের ভিড়ে থিকথিক করছে উত্তরপ্রদেশের এই তীর্থক্ষেত্র। ভিড়েও আলাদা করে নজর কেড়েছেন এক সুন্দরী সন্ন্যাসিনী। নেটপাড়ায় তিনি রীতিমতো ভাইরাল এখন। কে তিনি? কী তাঁর নাম? এই প্রশ্নই সকলের মনে। সুন্দরী সাধ্বীর নাম হর্ষা রিচারিয়া (Harsha Richharya)।
আরও পড়ুন: মহাকুম্ভ থেকে কী বিপুল রোজগার, জানেন? ২০০০০০০০০০০০০ টাকা! গুনে দেখুন...
মহাকুম্ভ মাতানো সন্ন্যাসিনীর সৌন্দর্যে অনেকের বুকেই ঝড় তুলেছে ঠিকই, তবে নায়িকা সুলভ উত্তরাখণ্ডের সাধ্বীকে অনেকেই এখন ভণ্ড তকমা দিচ্ছেন। কারোর মতে যা হর্ষা করছেন, তা সবই আসলে লোক দেখানো! ইনস্টাগ্রাম মাতাতেই নাকি হর্ষার এই কৌশল। পরনে শাড়ি, কপালে হলুদ তিলক, লাল সিঁদুরের টিপে রথে চেপে কুম্ভে এসেছেন হর্ষা। তাঁকে নেটপাড়া এখন যে বেশে দেখছে, সাধারণত সে বেশে তাঁকে দেখা যায় না! তিনি ওয়েস্টার্ন আউটফিটেও ঝড় তোলেন। কারণ তিনি, সঞ্চালিকা, মডেল, অভিনেত্রী এবং নেটপাড়ার ইনফ্লুয়েন্সারও। সঞ্চালনা করেন বলে ইনস্টাগ্রামে নিজের নাম লিখেছেন হোস্ট হর্ষা। বা ১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে হর্ষার। মানে ১০ লক্ষ মানুষ তাঁকে ফলো করেন!
হর্ষা নিজের বিষয়ে কুম্ভে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, 'আমি উত্তরাখণ্ড থেকে মহাকুম্ভে এসেছি এবং আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা।' তাঁর সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'অন্তরের শান্তির জন্য আমি সাধ্বীর জীবন বেছে নিয়েছি। সেই জীবন আমার ছেড়ে আসার প্রয়োজন ছিল', নিজের জীবনের দিকে আলোকপাত করে হর্ষা বলেছেন, 'জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছি অভিনয়, সঞ্চালনা ও বিশ্ব ভ্রমণ করে। আমি বুঝেছি এসব করে প্রকৃত শান্তি পাওয়া যায় না। খ্যাতি বা স্বীকৃতি থাকতে পারে, কিন্তু কোন শান্তি নেই। যখন ভক্তি আকর্ষণ করতে শুরু করে, তখন জাগতিক সংযোগ থেকে দূরে সরে এসে প্রার্থনা, স্তোত্র এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে নিমজ্জিত করতে হয়।'
নেটপাড়া এই প্রশ্নও তুলেছে যে, যিনি নিজেকে সাধ্বী বলে পরিচয় দিয়ে জীবনের সব মোহমায়া ছেড়ে ঈশ্বরের পথে নিবেদন করেছেন, তিনি কী করে কুম্ভের এক মাস আগে দুবাইয়ে গিয়ে মিনি স্কার্ট পরে রিলস করতে পারেন!মহাকুম্ভের সুন্দরী সন্ন্যাসিনী হর্ষা, আদৌও সত্যিকারের সাধ্বী কি না তা নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে, তবে তিনি যে মহাকুম্ভের হাত ধরে নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে হর্ষা এমনই ছাপ ফেলেছেন, যে মিডিয়া 'সমাজকর্মী' ও 'হিন্দু সনাতনী সিংহী' হিসাবে পরিচয় দেওয়া যুবতীকে নিয়ে খবর করতে বাধ্য়ই হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)