Sheikh Hasina's Son: ক্ষমতা হারিয়ে মা এখন ভারতে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা হাসিনাপুত্র জয়ের
Sheikh Hasina's Son: জয়ের বিরুদ্ধে ব্রিটেন ও আমেরিকায় ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সোশ্যাল মিডিয়ায় সজীব লিখেছেন গত ৩ বছর স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। প্রায় ৩ বছর আগে তাঁরা আলাদা হয়েছেন।
আরও পড়ুন- চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন এবার বাংলাদেশ হাইকোর্টে, সোমবার শুনানির আশায় আইনজীবীরা
সজীবের বিরুদ্ধে আমেরিকার ফেডারেল ব্য়ুরো অব ইনভেস্টিগেশনের একটি তদন্ত রিপোর্ট ফাঁস হয়েছে। সেই রিপোর্টে জয়ের বিরুদ্ধে তাঁর একাধিক সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয়েছে। সেই রিপোর্ট ভুল ও বিভ্রান্তিকর বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন সজীব।
এফবিআই তার তদন্তে জানিয়েছে, শেখ হাসিনা ও সজীব জয় ব্রিটেন ও আমেরিকায় ৩০ কোটি ডলার বা প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচার করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, তারা জয়ের আর্থিক লেনদেনে গুরুতর অনিয়ম রয়েছে।
মার্কিন তদন্ত সংস্থায় তদন্তের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ২২ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে।
এফবিআই তাদের তদন্তে বলছে জয়ের ৮টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাকলারেন ৭২০এস, মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটি, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, মার্সিডিজ বেঞ্জ এসএল, লেক্সাস জিএক্স ৪৬০, রেঞ্জ রোভার, জিপ গ্র্যান্ড চেরোকি, গ্র্যান্ড চেরোকি। এদিকে, জয়ের দাবি, ওইসব গাড়ি অনেক পুরোনো এবং অধিকাংশই বিক্রি হয়ে গিয়েছে। বর্তমানে ওইসব গাড়ির মালিক তিনি নন।
জয়ের দাবি, তারা যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করেছে, তিনি বহু বছর আগে এফবিআই থেকে অবসর নিয়েছেন। যাকে জাস্টিস ডিপার্টমেন্ট এর আইনজীবী বলে উল্লেখ করা হয়েছে, তিনি ২০১৩ সালে মারা গেছেন। এ ছাড়া আমার নামে যে গাড়িগুলোর তালিকা দেখানো হয়েছে, সেগুলো আমি ২০ বছরেরও বেশি সময় আগে কিনেছিলাম। একটি বাদে বাকি সব কটি গাড়ি ইতোমধ্যে বিক্রি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)