Bangladesh: অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না, জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট

Bangladesh: শেখ হাসিনার বিদায়ের পর দেশে সরকার কে গঠন করবে তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়

Updated By: Jan 13, 2025, 06:14 PM IST
Bangladesh: অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না, জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট

সেলিম রেজা, ঢাকা: শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। এখন সেই সরকারের দায়িত্ব নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কোনও কোনও মহল। এনিয়ে মামলাও হয় বাংলাদেশ হাইকোর্টে। চ্যালেঞ্জ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের শপথকে। এনিয়ে দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট।

আরও পড়ুন-ভূগর্ভে চলছে মহারণ! ভেঙে দু'টুকরো হয়ে যাচ্ছে ভারত, মুছে যাবে এইসব রাজ্য...

সোমবার আদালতের তরফে বলা হয়, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর বেঞ্চ রিট পিটিশন খারিজ করে ওই মন্তব্য করেন।

এদিকে রিটকারী আইনজীবী জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসীন রশিদ।

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান-সহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.