WB Weather Update: রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, ধপ করে পড়বে পারদ, এবার জাঁকিয়ে শীত বঙ্গে
WB Weather Update: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের অধিকারংশ জেলাতেই দাপাবে কুয়াশা
অয়ন ঘোষাল: আজই কাটতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার বাধা। ফের উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ আজ রাত থেকে। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত বঙ্গে। ৪ থেকে ৫ দিন স্থায়ী হতে পারে শীতের লাস্ট ইনিংস। শনিবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভবনা। কলকাতার পারদ আরো একবার নামতে পারে ১৩ এর ঘরে।
আরও পড়ুন-আর সম্পর্কে যাব না! প্রাক্তনের 'না'তে চরম পদক্ষেপ ২৩-এর পড়ুয়ার...
দক্ষিণবঙ্গ
পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা দুর্বল হওয়ায় সার্বিক ভাবে পারদ জেলায় জেলায় কিছুটা নিম্নমুখী। ফলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে সব জেলায়। প্রায় সব জেলাতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেন্ডে দু থেকে তিন ডিগ্রি সেলসের তাপমাত্রা কমতে পারে পারদ। শীতের লাস্ট ইনিংসের সূচনা শুক্রবারের পর।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসের তাপমাত্রা কমতে পারে। চার পাঁচ দিন একই রকম থাকবে পারদ। সপ্তাহান্তে আরো কিছুটা নামবে তাপমাত্রা।
কলকাতা
সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। পরে মূলত পরিষ্কার আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত দিন এবং রাতের পারদে লক্ষ্যনীয় উত্থান পতনের সম্ভবনা কম। শুক্রবারের পর পারদ নামবে। ১৮ থেকে ২২ জানুয়ারি এই মরশুমের শীতের শেষ স্পেল। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৬.৬ থেকে কমে ১৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ থেকে কমে ২৪.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯২ শতাংশ।
ভিনরাজ্যে
ঘন কুয়াশা এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেশের উত্তর-পশ্চিমের সমতলে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশ। ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখন্ড রাজস্থান সিকিম বিহার ওড়িশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা এবং রাজস্থানে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)