সোমবার হাওড়া ও শিয়ালদা থেকে ছাড়ছে বেশ কিছু ট্রেন, এবার থাকছে বিশেষ ব্যবস্থাও!

তবে সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: May 31, 2020, 10:46 AM IST
সোমবার হাওড়া ও শিয়ালদা থেকে ছাড়ছে বেশ কিছু ট্রেন, এবার থাকছে বিশেষ ব্যবস্থাও!

নিজস্ব প্রতিবেদন: সোমবার হাওড়া ও শিয়ালদা থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। আটটি জায়গায় উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন। লকডাউনের আগে অর্থাত্ পূর্বের সময়সূচি মেনেই ট্রেন চলবে। যোধপুর, দিল্লি, যশবন্তপুর, উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা ট্রেন চলাচল শুরু হবে।
তবে সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে
ট্রেনে আগের মতোই খাবারের ব্যবস্থা থাকবে
আগের মতোই ট্রেনে প্যান্ট্রিকার থাকবে
পাওয়া যাবে মিলও
তবে মিলের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্যাকেট করা স্ন্যাক্স আইটেমের পাশাপাশি প্যাকেট করা বিরিয়ানি, পোহা, খিঁচুড়ি থাকবে।
সব প্যাকেটই থাকবে 'রেডি টু ইট'।
এই সব খাবারের প্যাকেট অবশ্যই আগে গরম জলে ডুবিয়ে নিতে হবে।
বাচ্চাদের জন্য থাকছে দুধের ব্যবস্থাও।
এই ট্রেনগুলি যেসব প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেখানে স্টল খোলা থাকবে।
স্টলেও অবশ্যভাবে প্যাকেট করা খাবার ও জল পাওয়া যাবে।

 

.