সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাবে চিন,রাশিয়ার ভেটো
সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া এবং চিন ওই প্রস্তাবে ভেটো দিয়েছে । তাতে চরম হতাশা ব্যক্ত করেছে ইউরোপের কয়েকটি রাষ্ট্র।
সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া এবং
চিন ওই প্রস্তাবে ভেটো দিয়েছে । তাতে চরম হতাশা ব্যক্ত করেছে ইউরোপের কয়েকটি রাষ্ট্র। মার্কিন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই ঘটনাকে অপমানজনক বলে মন্তব্য করেছেন।গণতন্ত্রকামী মানুষের ওপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের দমন-নিপীড়নের নিন্দা করে একটি প্রস্তাব তৈরি করেছিল ফ্রান্স। ভেটো এড়ানোর লক্ষ্যে ওই খসড়ায় সিরিয়ার বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারির বিষয়টি বাদ দেওয়াহয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি ।
ভেটো ক্ষমতা প্রয়োগ প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূতের দাবি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবটি "সংঘাতের দর্শনের ওপর দাঁড়িয়ে`। লিবিয়ার ক্ষেত্রে পশ্চিমী রাষ্ট্রজোট যেভাবে সামরিক হস্তক্ষেপ করেছে, মস্কো আগাগোড়াই তার বিরুদ্ধ।
চিনের রাষ্ট্রদূত জানিয়েছেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল
করে তুলতে পারে । এমন আশঙ্কা থেকে তাঁরা ভেটো প্রয়োগ করেছেন । ১৫ সদস্যের রাষ্ট্রসংঘের
নিরাপত্তা পরিষদের ৯ সদস্যই ওই খসড়া নিন্দা প্রস্তাবে সমর্থন জানিয়েছে। ৪টি সদস্য রাষ্ট্র ভোটদানে
বিরত থাকে। গণতন্ত্রের দাবিতে সিরিয়ায় আন্দোলন চলছে। সেনা অভিযানে এপর্যন্ত প্রায় ২৭০০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমের দাবি ।