ইসরায়েলি বিজ্ঞানীকে রসায়নে নোবেল
গলিত অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজের মতো ধাতব পদার্থ দ্রুত ঠান্ডা করে সেই মিশ্রণ শীতল পাত্রে ঢেলে কোয়াসি-ক্রিস্টাল বা স্ফটিকের মতো পদার্থ সৃষ্টি করেছেন ইজরায়েলি বিজ্ঞানী ড্যানিয়েল শেটম্যান।
Updated By: Oct 5, 2011, 06:58 PM IST
গলিত অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজের মতো ধাতব পদার্থ দ্রুত ঠান্ডা করে সেই মিশ্রণ শীতল পাত্রে ঢেলে কোয়াসি-ক্রিস্টাল বা
স্ফটিকের মতো পদার্থ সৃষ্টি করেছেন ইজরায়েলি বিজ্ঞানী ড্যানিয়েল শেটম্যান। এর আগে এই ধরনের আবিষ্কার নিয়ে সন্দেহ এবং বিতর্ক
ছিল বিজ্ঞানী মহলে। কিন্তু শেটম্যানের যুগান্তকারী গবেষণা এ বার যাবতীয় বিতর্কে ইতি টেনে দিল। যুগান্তকারী এই আবিষ্কারের
জন্য শেটনারের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারমূল্যের ন`লক্ষ চল্লিশ হাজার পাউন্ড।
Tags: