গুগল ম্যাপে রিয়েল ট্রাফিকে যুক্ত হল কলকাতা
গুগল ম্যাপে ১২টি নতুন শহর যোগ করল গুগল। এর মধ্যে রয়েছে কলকাতা।
Updated By: Jul 1, 2015, 09:08 PM IST
ওয়েব ডেস্ক: গুগল ম্যাপে ১২টি নতুন শহর যোগ করল গুগল। এর মধ্যে রয়েছে কলকাতা।
গুগলের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডিরেক্টর সুরেন রুহেলা জানান, আমরা আশা করছি এই নতুন ১২টি শহরের রিয়েল টাইম ট্রাফিক ও জাতীয় সড়কের তথ্য সারা দেশে বিভিন্ন রুটের সেরা খবর গ্রাহকদের হাতে পৌছে দেবে। কলকাতা ছাড়াও এই ১২টি শহরের মধ্যে রয়েছে লক্ষ্ণৌ, ইন্দোর, ভোপাল, লুধিয়ানা, বিশাখাপত্তনম, নাগপুর, কোচি, মাদুরাই, তিরুবনন্থপুরম, কোয়েম্বাটোর ও সুরাট।
এই মুহূর্তে দেশের ৩৪টি শহরের ট্রাফিক ফিচার জানা যায় গুগল ম্যাপের সাহায্যে। চলতি বছরের শুরুতে মোবাইলের জন্য হিন্দি ও ভারতীয় উচ্চারণের ইংরেজিতে ভয়েস-গাইডেড নেভিগেশন ইনসট্রাকশনে গুগল ম্যাপ নিয়ে এসেছিল গুগল। গুগল ট্রানজিটে নিয়ে আসা হয়েছে ভারতীয় রেলের সময়সূচি।