Mohammed Shami | IND vs ENG 1st T20I: শামির আন্তর্জাতিক কামব্যাকের অপেক্ষায় ইডেন, কপিলদের দলে ঢুকে লিখতে পারেন ইতিহাসও!

Mohammed Shami eyes Kapil Dev record IND vs ENG 1st T20I: কপিলদের এলিট ক্লাবে ঢুকে ইতিহাস লেখার হাতছানি মহম্মদ শামির সামনে...  

Updated By: Jan 22, 2025, 04:56 PM IST
Mohammed Shami | IND vs ENG 1st T20I: শামির আন্তর্জাতিক কামব্যাকের অপেক্ষায় ইডেন, কপিলদের দলে ঢুকে লিখতে পারেন ইতিহাসও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ। ২২ জানুয়ারি অর্থাত্‍ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ (IND vs ENG, 1st T20I)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ডের। আর এদিন সবার চোখ একজনের দিকেই, তিনি জাতীয় দলের সম্পদ-মহম্মদ শামি (Mohammed Shami)। আর 'ঘরের মাঠ'-এ রয়েছে কপিল দেবদের ঐতিহাসিক এলিট ক্লাবে ঢোকার হাতছানি...

আরও পড়ুন: '১০ বার চোট পেলেও...', ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক! ইডেন শুনল শামির লড়াকু গল্প

১-২ নয়, পাক্কা ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাকের দুয়ারে শামি। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর জসপ্রীত বুমরার 'পার্টনার ইন ক্রাইম' দেশের জার্সিতে ক্রিকেটের কোনও সংস্করণেই খেলেননি। চোট-আঘাতের জেরে অস্ত্রোপচার এবং ক্রিকেটে ফেরার লড়াইতে চলে গিয়েছে প্রায় দেড়টা বছর। শামি ইডেনেই লিখতে পারেন বিরল ইতিহাস। আর দুই উইকেট নিলেই শামি, আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০ বা তাঁর বেশি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় পেসার হিসেবে মাইলস্টোন গড়বেন! এর আগে কিংবদন্তি কপিল দেব (৬৮৭), জাহির খান (৫৯৭) ও জাভাগল শ্রীনাথ (৫৫১) এই রেকর্ড করেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট যাঁদের

অনিল কুম্বলে - ৪০১ ম্যাচে ৯৫৩ উইকেট

রবিচন্দ্রন অশ্বিন - ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট

হরভজন সিং - ৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট

কপিল দেব - ৩৫৬ ম্যাচে ৬৮৭ উইকেট

রবীন্দ্র জাদেজা - ৩৫১ ম্যাচে ৫৯৭ উইকেট

জহির খান - ৩৫১ ম্যাচে ৫৯৭ উইকেট

জাভাগাল শ্রীনাথ - ২৯৬ ম্যাচে ৫৫১ উইকেট

মহম্মদ শামি - ১৮৮ ম্যাচে ৪৪৮ উইকেট 

শামিকে দেশের জার্সিতে ফেরাতে কোনও দ্রুততার রাস্তায় হাঁটেনি বিসিসিআই। গত নভেম্বরে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে বাংলা তাদেরকে ১১ রানে হারিয়েছিল। প্রত্যাবর্তনের ম্যাচে শামি প্রথম ইনিংসে চার উইকেট ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। এরপর শামি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৫.৩৬-এর গড়ে তুলে নেন ১১ উইকেট। এরপর বিজয় হাজারে ট্রফিতে শামি পাঁচ ম্যাচে তিন উইকেট পান। এভাবেই শামি ফিরলেন জাতীয় দলে। 

আরও পড়ুন:  সূর্য-হার্দিক-সহ ১৪ তারকার ডোপ পরীক্ষা! ইডেনে খেলা শুরুর আগেই এল চাঞ্চল্যকর আপডেট

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.