Kolkata Metro: ট্রায়াল রান শেষ, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা

Kolkata Metro: সিগন্যালিংয়ের কাজের জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মে পরিষবা বন্ধ থাকবে মেট্রো চলাচল  

Updated By: Jan 23, 2025, 10:02 AM IST
Kolkata Metro: ট্রায়াল রান শেষ, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা

অয়ন ঘোষাল: আজ থেকে আগের মতো ১৩০টি মেট্রো চলবে গ্রিন লাইনে। দুটি পরিষেবার মধ্যে সময়ের ব্যবধানও কমবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। আগে শুরুতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে ১৩০টি মেট্রো চলাচল করত। সুড়ঙ্গের কাজের জন্য সেই সংখ্যা কমিয়ে করা হয় ১১৪। দুটি মেট্রোর সময়ের ব্যবধানও অনেকটা ছিল।

আরও পড়ুন- সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস এইসব জেলায়, জাঁকিয়ে শীত ফের কবে?

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সুড়ঙ্গের কাজের জন্য হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। প্রথম ট্রায়াল রান শেষে সেই সংখ্যা ফের বেড়ে আগের মতো হচ্ছে ১৩০। সকাল ৭টায় প্রথম মেট্রো ছাড়বে হাওড়া ময়দান ও এসপ্ল্যানড থেকে। এবং রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে।

দিনের ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত) ১২ মিনিট অন্তর মেট্রো পাবেন হাওড়া ও এসপ্ল্যানেডের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা। দিনের অন্য সময়ে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট।

রবিবারও এই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। ৪৬টি জায়গায় এবার চলবে ৬২টি মেট্রো। রবিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, সিগন্যাল ব্যবস্থা বদলানোর জন্য দেড়মাস বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। একইরকমভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোও বন্ধ থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মেট্রো চলাচলা বন্ধ থাকবে এই দুটি রুটে। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হবে। সেই সময় একটি ফরাসি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই রুটে সিগন্যাল ব্যবস্থাও আমূল রদবদল হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.