Dead Body Found inTitagarh: ভাগাড়ে মাটি কাটতে গিয়ে আবর্জনা থেকে বেরিয়ে এল বালকের পচাগলা দেহ...

Dead Body Found inTitagarh: নিখোঁজ হওয়ার তিন দিন পর  টিটাগড়ে একটি ভাগাড় থেকে উদ্ধার বালকের পচাগলা দেহ

Updated By: Jan 22, 2025, 01:43 PM IST
Dead Body Found inTitagarh: ভাগাড়ে মাটি কাটতে গিয়ে আবর্জনা থেকে বেরিয়ে এল বালকের পচাগলা দেহ...

বরুণ সেনগুপ্ত: বয়স মাত্র ৯ বছর। তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছোট ছেলে। সেই হারিয়ে যাওয়া ছেলের পচাগলা দেহ খুঁজে পাওয়া গেল ভাগাড়ের আবর্জনা থেকে।  শ্রমিকরা মাটি কাটতে গিয়েই তাঁদের চক্ষু চড়কগাছ। হাফপ্যান্ট পরা এক বাচ্ছার পচাগলা দেহ পরে আছে ভাগাড়ের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বালকের নাম বুলু দাস। তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ খড়দহ নালীর মাঠের বাসিন্দা বুলু দাস। তিন দিন আগে টিটাগর থানায় হারিয়ে যাওয়ার অভিযোগও হয়েছিল। সকালে সাফাই কর্মীরা যখন টিটাগড় ভাগাড়ের আবর্জনা সাফাই করাচ্ছিলেন, সেই সময় উদ্ধার হয় ওই কিশোরের দেহ। দেহ উদ্ধার করে পুলিস ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কিভাবে ওই বালকের দেহ ওই আবর্জনার ভেতরে এলো, কারা মারল সবটাই তদন্ত করছে টিটাগর থানার পুলিস। 

আরও পড়ুন:  প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে মারধর মহিলাকে! আত্যাচারে, অপমানে আত্মঘাতী বধূ...

এক সাফাই কর্মী জানান ভাগাড়ে আবর্জনা সরাচ্ছিলেন তিনি। ওই আবর্জনার ভিতরেই বাচ্চার দেহ ভাগারের ভিতরে পরে থাকতে দেখেন তিনি। তবে দেহটি কবে থেকে ভাগাড়ে পড়ে ছিল, তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন:  বাড়ি লিখে দেওয়ার পরও দিনের পর দিন ছেলে-বউয়ের মারধর, অপমানে আত্মঘাতী ৮৫ বছরের বৃদ্ধ

কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছিলেন জন্মদাত্রী মা। জানা গেছিল নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌ লিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল। স্ত্রী তনুজা মন্ডল। তাদের দুটি পুত্র সন্তান হয়। মাত্র ৬-৭ মাস বয়সে ছোট ছেলের মৃত্যু হয়। তখনও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। বড় ছেলের নাম দেবজিত মন্ডল (৮)। স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

 

 

আরও পড়ুন, WB Weather Update: এবার শীতে কাঁপবে বাংলা, ফের বৃষ্টিতে ভাসবে রাজ্যের এইসব জেলা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.