West Medinipur: শ্রাদ্ধে দেদার ফুর্তি! এক চুমুক মদেই মৃত্যু দুই বেয়াইয়ের! শোক বদলাল উত্তেজনায়...
West Medinipur: শ্রাদ্ধানুষ্ঠানে এসে ভয়ংকর বিপত্তি। বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই বেয়াই।
চম্পক দত্ত: শ্রাদ্ধানুষ্ঠান বাড়িতে এসে দুই বেয়াইয়ে বসেছিলেন মদ্যপানে। তারপরই ঘটল ভয়ংকর বিপত্তি। প্রাণ কাড়ল দুই বেয়াইয়ের, জোড়া মৃত্যুতে চাঞ্চল্য। বিষাক্ত মদ খেয়ে মৃত্যু দুই বেয়াইয়ের? জোড়া মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়াসাই গ্রামে। জানা যায়, উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষণ রুইদাসের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেই উপলক্ষে আমন্ত্রিত ছিল আত্মীয় পরিজনেরা। তেমনই কেশপুর থানার মুগবাসন এলাকার বাসিন্দা সন্তু রুইদাস এবং গড়বেতার বাসিন্দা গনেশ রুইদাস এসেছিলেন উড়াসাই গ্রামে লক্ষণ রুইদাসের বাড়িতে। সন্তু এবং গনেশ সম্পর্কে বেয়াই হয়। শ্রাদ্ধানুষ্টান শেষে আজ তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। হঠাৎ সকালে একই সঙ্গে দুই বেয়াইয়ের গুরুতর শারীরিক অসুস্থতাবোধ করলে নিয়ে আসা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে ডিউটিরত চিকিৎসক সন্তু রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন, অপরদিকে গণেশ রুইদাসের চিকিৎসা শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান।
মৃতদের পরিবার তরফে জানানো হয়, আজ সকালে দুই বেয়াই মিলে মদ্যপান করতে বসে লক্ষন রুইদাসের বাড়িতে। কিন্তু মদ্যপানের শুরুতেই দুজনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মদ মুখে দেওয়া মাত্রই এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে আত্মীয় স্বজনরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি। একে একে দুজনেরই মৃত্যু হয়। মদ্যপান শুরু করেছিল মাত্র সবে তাতে কি করে এত বড় ঘটনা ঘটতে পারে? প্রশ্ন জাগছে মৃতের পরিবার পরিজনদের মনে। বোতলে বিষাক্ত মদ জাতীয় কিছু ছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন মৃতের পরিজনরা।
তবে দুই বেয়াইয়ের একসঙ্গে মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। খবর পেয়ে ইতোমধ্যে চন্দ্রকোনা থানার পুলিস হাসপাতাল থেকে দুটি মৃতদেহকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতদেহ ময়নাতদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে পুলিসের তরফেও এমনটাই জানানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)