এ বার ল্যান্ডলাইন থেকেও করা যাবে চ্যাটিং, ভিডিও কলিং!
প্রযুক্তি উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রায় ৮৬টি 2G টাওয়ার ইতিমধ্যেই 3G-তে আপগ্রেড করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: স্মার্টফোনের যুগে এখন প্রায় হারিয়েই গিয়েছে ল্যান্ডলাইন। কিন্তু এখনও প্রবীণরা সেই ল্যান্ডলাইনেই স্বাচ্ছন্দ বোধ করেন। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বদলে যাচ্ছে স্মার্টফোনের ফিচারগুলিও। কিন্তু ততটা দ্রুততায় স্মার্টফোনের সঙ্গে ধাতস্ত হতে পারছেন না প্রবীণরা। এ দিকে এই প্রজন্মের চাহিদা মিটবে না ল্যান্ডলাইনে। কারণ, স্মার্টফোনে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, তা তো আর ল্যান্ডলাইনে মেলে না। না করা যায় মেসেজ, না ভিডিও কল। এ বার এই ‘জেনারেশন গ্যাপ’ (প্রজন্মগত ব্যবধান) কমাতে উদ্যোগী হল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা বিএসএনএল। কারণ, এ বার ল্যান্ডলাইনেই মিলবে স্মার্টফোনের সব সুবিধা।
আরও পড়ুন: পতঞ্জলি’র সিম কার্ড আনছেন রামদেব
রাজস্থানের বিএসএনএল সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের গ্রাহকরা এ বার ল্যান্ডলাইনেই স্মার্টফোনের মতো এসএমএস, চ্যাটিং এবং ভিডিও কলিং করতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকরা অনায়াসে নিজেদের ল্যান্ডলাইন নম্বরটি মোবাইলের সঙ্গে যোগ করেও নিতে পারবেন। ফলে বাড়িতে না থাকলেও সহজেই মোবাইল ফোনের মাধ্যমে সেই ফোন রিসিভ করা যাবে। এই পরিষেবাকে এনজিএন বা ‘নেক্সট জেনারেশন নেটওয়ার্কিং’ প্রযুক্তিতে আপগ্রেড করার কাজ চলছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থানের বুন্দি জেলায় প্রযুক্তি উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রায় ৮৬টি 2G টাওয়ার ইতিমধ্যেই 3G-তে আপগ্রেড করা হয়েছে।
আরও পড়ুন: জিওকে টেক্কা দিতে একাধিক ‘হাই স্পিড’ ব্রডব্যান্ড প্ল্যান আনছে এই সংস্থা
জিও’র সঙ্গে টেক্কা দিতে দেশজুড়ে ১০০ Mbps স্পিডে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ আগেই শুরু করে দিয়েছে বিএসএনএল। এ বার ল্যান্ডলাইন পরিষেবায় এই স্মার্ট ফিচারগুলি যুক্ত করে টেলি যোগাযোগে এক নতুন যুগের সূচনা করতে উদ্যোগী হল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।