Malda: বিয়ের বছরও ঘোরেনি, নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন স্বামী-শ্বশুরবাড়ির!

দু'দিন আগে বাপেরবাড়ি থেকে ফেরেন শ্বশুরবাড়িতে। বাপেরবাড়িতে ফোন মারফত খবর যায় যে, তাদের মেয়ে গুরুতর অসুস্থ। 

Updated By: Jun 16, 2022, 07:19 PM IST
Malda: বিয়ের বছরও ঘোরেনি, নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন স্বামী-শ্বশুরবাড়ির!
নিজস্ব চিত্র

রণজয় সিংহ: নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের (Murder) অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদা (Malda) জেলার ইংলিশবাজার থানার মিল্কি খাসকোল এলাকায়। নিহত গৃহবধূর নাম ফাল্গুনী মন্ডল। বয়স ২০ বছর। 

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ১১ মাস আগে মালদা জেলার মোথাবাড়ি থানার মেঘু টোলার বাসিন্দা ফাল্গুনী মন্ডলের সাথে বিয়ে হয় ইংরেজবাজার থানার মিল্কি খাসকোল এলাকার যুবক রূপ মন্ডলের সাথে। রূপ মন্ডল পেশায় একজন দিনমজুর। 
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাত স্বামী। মদ্যপ অবস্থায় এসে অত্যাচার করত স্বামী রূপ। এই নিয়ে দুই পরিবার বেশ কয়েকবার নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করে। পরিস্থিতির মীমাংসা করার চেষ্টা করে।

অন্তঃসত্ত্বা অবস্থায় এরপর বাপের বাড়িতে এসেছিলেন ওই গৃহবধূ। বর্তমানে পূর্ণ গর্ভবতী ছিলেন ওই যুবতী। নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। দু'দিন আগে বাপেরবাড়ি থেকে ফেরেন শ্বশুরবাড়িতে। এরপরই বৃহস্পতিবার সকালে বাপেরবাড়িতে ফোন মারফত খবর যায় যে, তাদের মেয়ে গুরুতর অসুস্থ। ফোন পেয়ে শ্বশুরবাড়ি ছুটে যান ফাগ্লুনীর বাপেরবাড়ির লোকেরা। তাঁরা গিয়ে দেখেন, মেয়ের ঝুলন্ত দেহ। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। তাদের অভিযোগ, অন্তঃসত্ত্বা মেয়েকে খুনের পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে শ্বশুরবাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিস। তবে অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক।

আরও পড়ুন, Debra: মধ্যযুগীয় বর্বরতা! বাড়ির বউ বাইরে কাজে কেন? গৃহবধূর মাথা নেড়া করল মোড়লরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.