Imran Khan | Pakistan: জমি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ইমরান এবং তাঁর স্ত্রী! ১৪ বছরের কারাদণ্ড...

Imran Khan | Pakistan: ইমরানের পার্টি দাবি করেছে এই সমস্ত মামলা ইমরান খানকে ফাঁসানোর জন্য। কিন্তু তারপরেও আদালতের বড় রায়। সেই রায়ের পর ফের বিতর্কে ইমরান। সঙ্গে দোষী সাব্যস্ত হলেন তাঁর স্ত্রীও। এর প্রভাব কী হবে সেটা এখন সময়ের অপেক্ষা। 

Updated By: Jan 17, 2025, 06:10 PM IST
Imran Khan | Pakistan: জমি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ইমরান এবং তাঁর স্ত্রী! ১৪ বছরের কারাদণ্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) হল ১৪ বছরের জেল। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী দুজনেই। এবার সেই মামলায় সাজা ঘোষণা হল। বিশাল টাকার জমি দুর্নীতিতে নতুন করে দোষী সাবস্ত্য হলেন ইমরান। শুক্রবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। কিন্তু ইমারানের স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: এক ধাক্কায় চাকরি হারাবেন লক্ষ লক্ষ ব্যাংককর্মী! চিনে নিন 'অপরাধী'কে...

উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই প্রায় ১০০টিরও বেশি মামলায় জেল বন্দি রয়েছেন ইমরান। সেই বছরই ডিসেম্বর মাসে পাকিস্তানের National Accountability Bureau (NAB) একটি দুর্নীতি মামলা দায়ের করে ইমরান এবং তাঁর স্ত্রী'র বিরুদ্ধে। অভিযোগ ছিল, আল-কাদির বিশ্ববিদ্যালয়ের নাম করে ১৯০ মিলিয়ান পাউন্ডের দুর্নীতি করেছেন ইমরান। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকার সমান। এবার সেই মামলায় শুক্রবার ইমরানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

যদিও ইমরানের পার্টি দাবি করেছে তাঁর মুখ বন্ধ করার জন্যই নাকি এতগুলি মামলায় ফাঁসানো হয়েছে।  কোর্টের মধ্যেই সংবাদিকদের উদ্দেশে ইমরান খান বলেন,' আমি কোনও ডিলও করব না, কোনও ত্রাণও চাইব না।'  এর আগে তিনটি হাইপ্রোফাইল মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে কোর্ট। রাষ্ট্রের উপহার বিক্রি সংক্রান্ত কেস, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত কেস, অবৈধ বিয়ে সংক্রান্ত কেসে ইমরানকে ঘিরে মামলা চলেছে। আপাতত পাকিস্তানে জেলবন্দিই রয়েছেন ইমরান। এখনও তাঁর বিরুদ্ধে বহু কেসের শুনানি বাকি। তাঁর মতে এগুলি সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.