RG Kar Incident Verdict: আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, আদালতে কেঁদে ভাসালেন নির্যাতিতার বাবা...
RG Kar Incident Verdict: খুন ও ধর্ষণে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত । বিচারক অনির্বাণ দাস এই রায়দান দিলেন। দুপুর ২টো বেজে ৪৪ মিনিটে কাঠগড়ায় নিয়ে আসা হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুন ও ধর্ষণে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত । বিচারক অনির্বাণ দাস এই রায়দান দিলেন। দুপুর ২টো বেজে ৪৪ মিনিটে কাঠগড়ায় নিয়ে আসা হয়েছিল। সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। ২ টো ১৫ নাগাদ এজলাসে আসেন বিচারক। তার কিছুক্ষণের মধ্যেই কাঠগড়ায় নিয়ে আসা হয় সঞ্জয়কে। সেখানেই উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা এবং পরিবারের সদস্যরা। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় দোষী সাব্যস্ত।
আরও পড়ুন: কয়েক ঘণ্টার মধ্যেই রায়! সাজা ঘোষণার আগে ফিরে দেখা সঞ্জয়ের 'বিতর্কিত' অতীত...
যে ৩টি ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে রয়েছে। তার পরিপ্রেক্ষিতে ফাঁসির সাজাও তার হতে পারে। তার মাঝে সঞ্জয় রায়ের কিছু বলার আছে নাকি সেটা জানতে চাওয়া হয়েছিল। তখন সে চিৎকার করে বলতে থাকে, 'আমি নির্দোষ', সঞ্জয় আরও বলেন, 'আমার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে। আমি সেটা করলে রুদ্রাক্ষ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেত।' যদিও বিচারক দাস জানান, 'সিবিআইয়ের তরফ থেকে যে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে। তাতে কিন্তু সঞ্জয় দোষী। এবং তার উপর নির্ভর করেই সঞ্জয় রায় আজ দোষী সাব্যস্ত হল।'
কোর্টের ভেতরে সঞ্জয় চিৎকার করে বলে, তাকে কোনদিনও বলতে দেওয়া হয়নি। 'ফাঁসানোর' চেষ্টা করা হয়েছে। তারপর তাকে নিয়ে যাওয়া হয়। আরজি কর মামলায় সোমবার ১২.৩০ নাগাদ সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। রায়দানের পর, নির্যাতিতার বাবা কাঁদতে কাঁদতে বিচারকের হাত ধরে ধন্যবাদ জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)