Hooghly: জন্মদিনেই ন্যায়বিচার! গুড়াপ শিশু ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা বর্বরের...

Hooghly: আজকেই হল রায়দান। গুড়াপ শিশু ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা দিল আদালত। 

Updated By: Jan 17, 2025, 06:26 PM IST
Hooghly: জন্মদিনেই ন্যায়বিচার! গুড়াপ শিশু ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা বর্বরের...

বিধান সরকার: গুড়াপের শিশু ধর্ষন-খুনে দোষী প্রতিবেশি প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পকসো আদালত। গত ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে খুন করে অশোক সিং। ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষ গ্রহন করা হয়। ৫২ দিনে দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত। আজ হয় চূড়ান্ত রায় দান। পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বচ্চ সাজা শোনান। রায় দান শুনতে গুড়াপ থেকে অনেক মানুষ উপস্থিত ছিলেন। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভে ফেটে পরেন  তারা।.

আরও পড়ুন:  অন্ধকারে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই গাড়ির সঙ্গে ভয়ংকর সংঘর্ষ বাইকের! সঙ্গে সঙ্গে মৃত্যু...

মেয়েটা জন্মদিনে কেক খেতে চেয়েছিল। কিন্তু সেই জন্মদিনে মেয়ের ধর্ষক খুনির মৃত্যু কামনা করেছিলাম। মেয়েকে কেক দিতে পারিনি কিন্তু অপরাধীর শাস্তি হয়েছে। এতেই খুশি গুড়াপে শিশুর মা। পুলিস এত কম দিনে তদন্ত করে যে ভাবে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দিয়েছে তাতে খুশি গুড়াপের মানুষ। আদালত থেকে বেরোনোর সময় মালা পরিয়ে সরকারী আইনজীবী ও পুলিস আধিকারীকদের বরন করেন গ্রামবাসীরা। প্রসঙ্গত, শনিবারই তিলোত্তমা ধর্ষণ খুনে সাজা শোনাবে হাইকোর্ট। তার আগে এই নির্দেশ স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য। 

উলেক্ষ্য, ২৪ নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। সেই সময় বাজার করতে গিয়েছিলেন বাবা। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। বেশকিছু সময় অতিক্রান্ত হলে, প্রতিবেশীরাও শুরু করেন খোঁজাখুঁজি। তারপরেই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুটির রক্তাক্ত দেহ। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এমন হাড়হিম করা ঘটনায় নড়েচড়ে বসে সকলেই। চড়াও হন অভিযুক্তের উপর। পুলিস সেই রাতেই তাঁকে গ্রেফতার করে। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ৯ ডিসেম্বর মামলায় চার্জশিট দাখিল করে পুলিস। ১১ তারিখ চার্জ গঠন হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.