Cooch Behar: বিদ্যুতের সাব-স্টেশনে মেরামতির সময়ে প্রবল বিস্ফোরণ, লুটিয়ে পড়লেন ৩ কর্মী

বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে আসেন সাবস্টেশনে থাকা অন্যান্য কর্মীরা। আহত কর্মীদের উদ্ধার করে তারাই হাসপাতালে নিয়ে যান

Updated By: Sep 7, 2021, 05:06 PM IST
Cooch Behar: বিদ্যুতের সাব-স্টেশনে মেরামতির সময়ে প্রবল বিস্ফোরণ, লুটিয়ে পড়লেন ৩ কর্মী

নিজস্ব প্রতিবেদন: বিদ্যুত্ সাব-স্টেশনে সার্কিট বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের বক্সিরহাটে।

মঙ্গলবার পাওয়ার স্টেশনের পাওয়ার বক্সের কাজ চলাকালীন সার্কিট বক্সে বিস্ফোরণ ঘটে যায়। ওই বিস্ফোরণে আহত রহন ৩ জন। আহত ওই ৩ ব্যক্তিকে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন-Behala murder case: ফ্ল্য়াটের সিসি ক্যামেরা অকেজো জানত খুনি? ঘনীভূত হচ্ছে রহস্য

এদিন দুপুর ১২টা নাগাদ বক্সিরহাট ৩৩/১১ কেভি পাওয়ার স্টেশনের বিদ্যুত্ সরবারহ বন্ধ রেখে সার্কিট বক্সের গোলমাল ঠিক করতে যান বেশ ৩ লাইন অপারেটর। আর সার্কিট বক্সে কাজ করতে গিয়েই প্রবল শব্দ করে সেটে ফেটে যায়। গুরুতর আহত হন উত্পল সরকার, বাপন দাস ও বাসুদেব মাইতি নামে ৩ অপারেটর।

আরও পড়ুন-Kolkata: Suvendu-র রক্ষাকবচের বিরোধিতা, আগের রায়কে চ্যালেঞ্চ করে ডিভিশন বেঞ্চে রাজ্য  

বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে আসেন সাবস্টেশনে থাকা অন্যান্য কর্মীরা। আহত কর্মীদের উদ্ধার করে তারাই হাসপাতালে নিয়ে যান। কীভাবে এমন দুর্ঘটনা তার তদন্ত করছে বক্সিরহাট থানার পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.