Bankura: বাঁকুড়ায় মারধরে অভিযুক্ত সিভিক পুলিস, হাসপাতালে আহত ব্যক্তি

এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল সিভিক পুলিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর বাজারে। আহত ব্যাক্তি বর্তমানে চিকিৎসাধীন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সিভিক পুলিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আহত ব্যক্তির পরিবারের তরফে। খতিয়ে দেখে  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিস। 

Updated By: Oct 13, 2023, 10:33 AM IST
Bankura: বাঁকুড়ায় মারধরে অভিযুক্ত সিভিক পুলিস, হাসপাতালে আহত ব্যক্তি
নিজস্ব চিত্র

মৃত্যুঞ্জয় দাস: এক ব্যাক্তিকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক পুলিসের বিরুদ্ধে। আহত ব্যাক্তি চিকিৎসাধীন হাসপাতালে।

এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল সিভিক পুলিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর বাজারে। আহত ব্যাক্তি বর্তমানে চিকিৎসাধীন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সিভিক পুলিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আহত ব্যক্তির পরিবারের তরফে। খতিয়ে দেখে  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিস। 

আরও পড়ুন: LIVE: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর

বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর বাজারে এক ব্যাক্তিকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় এক সিভিক পুলিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। আহত ব্যক্তির নাম শিবু বাগদি। তাকে বৃহস্পতিবার  ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

আহত শিবু বাগদি ও পরিবারের দাবি বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তর্কে জড়ায় স্থানীয় এক সিভিক পুলিসের সঙ্গে। রাধানগর ফাঁড়িতে কর্মরত ছিল ওই সিভিক পুলিস। অভিযোগ করা হয় তর্ক বিতর্ক চলাকালীন শিবুর উপর চড়াও হয় সুব্রত নন্দী নামে ওই সিভিক। তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়ছে।

ওই সিভিক পুলিসের সঙ্গে আরও দুজন ছিল বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার আহত অবস্থায় দিনভর রাধানগর পুলিস ফাঁড়ি আর বিষ্ণুপুর থানার দারস্থ হয় ওই ব্যক্তি। অভিযুক্ত সিভিক পুলিস সহ আরও দুজনের বিরুদ্ধে শাস্তির দাবি নিয়ে থানায় যান তিনি।

আরও পড়ুন: Jalpaiguri: দুয়ারে রেশন, সমগ্রির বদলে টাকা দিয়ে অভিযুক্ত ডিলার

এরপরেই বৃহস্পতিবার আহত শিবুকে ভর্তি করা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তার মাথায় ও মুখে চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

অভিযুক্ত সিভিক পুলিস সহ এই মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিযোগকারী শিবু ও তাঁর পরিবারের লোকজন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সিভিক পুলিসের যদি এই ঘটনায় যোগ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলা পুলিস সুপার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.