Sheikh Hasina: 'মাত্র ২০-২৫ মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাই'
Sheikh Hasina: দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রায় একশোর বেশি মামলা হয়েছে। বাতিল হয়েছে তাঁর পাসপোর্ট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্র-জনতার বিক্ষোভের জেরে গত বছর ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবন থেকে কপ্টারে তাঁকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বায়ুসেনার বিমানে ভারতে পৌঁছন হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় পেজে সেই সময়কার কথা বর্ণনা করলেন তিনি।
আরও পড়ুন-আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়, আদালতে কেঁদে ভাসালেন নির্যাতিতার বাবা...
আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার রাতে দলীয় সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। সেখানে তিনি বলেন, মাত্র ২০-২৫ মিনিটের জন্য আমি আর রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার মনে হয়, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া বা কোটালীপাড়ায় ওই বিশাল বোমার হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই ৫ আগস্ট বেঁচে যাওয়ার পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনও একটা ইচ্ছা আছে। আল্লাহর কোনও হাত আছে। নইলে এবার তো বেঁচে যাওয়ার কথা না। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘরছাড়া- সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।
সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে একশোর বেশি মামলা হয়েছে বাংলাদেশে। তাঁর পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। তাঁর বিকুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির চেষ্টা চলছে। এনিয়ে তাঁর ওই অডিয়ো মেসেজে শেখ হাসিনা বলেন, বিরোধীরা তাঁকে মেরে ফেলার চক্রান্ত করছে। কিন্তু বারবার তিনি বেঁচে গিয়েছেন। ঈশ্বর নিশ্চয় এর পেছনে কোনও পরিকল্পনা করে রেখেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)