Narendrapur Shocker: 'শুধু বড় ছেলে নয়, লুকিয়ে দেড় বছর আগে ছোটটাকেও মেরেছিল তনুজা'!

Narendrapur: এ কেমন মা! রাগের মাথায় আট বছরের ছেলেকে খুন করেছেন বলে পুলিসের কাছে স্বীকার করেন মা নিজেই। পুলিসের সামনেই তনুজাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

Updated By: Jan 19, 2025, 11:34 AM IST
Narendrapur Shocker: 'শুধু বড় ছেলে নয়, লুকিয়ে দেড় বছর আগে ছোটটাকেও মেরেছিল তনুজা'!

তথাগত চক্রবর্তী: বারবার বিরক্ত করছিল ছেলে। তাতেই রেগে গিয়ে ছেলেকে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে স্বীকার করলেন মা। নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অত্মসমর্পণ করেন মহিলা। রাগের মাথায় আট বছরের ছেলেকে খুন করেছেন বলে পুলিসের কাছে স্বীকার করেন তিনি। রবিবার সোনারপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে আসা হয় তাকে। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেও খুনের কথা স্বীকার করেন তনুজা মণ্ডল নামে ওই মহিলা। এ দিনই আদালতে তোলা হবে তনুজাকে। এদিকে এদিন মৃত শিশুটির দেহের ময়না তদন্ত হবে বলে পুলিস সূত্রের খবর।

ওই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ও তনুজার দুই ছেলে। বছর দু’য়েক আগে দেড় বছরের ছোট ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়। বড় ছেলে দেবজিৎ মণ্ডল স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওই দিন সকালে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান প্রসেনজিৎ। বাড়িতে মায়ের সঙ্গে ছিল দেবজিৎ। তখনই ছেলেকে খুন করেন মা। খুনের পর ছেলের দেহ বাড়িতে রেখে থানায় চলে যান তিনি। প্রথনে সোনারপুর থানায় যান। সেখান থেকে তাঁকে নরেন্দ্রপুর থানায় পাঠানো হয়। সেখানেই আত্মসমর্পণ করেন তিনি।

আরও পড়ুন:Road Accident: ঘুটঘুটে অন্ধকার রাস্তা, বাম্পার নেই! বেপরোয়া ট্রাক পিষে দিল শ্রমিককে...

এ দিকে তনুজা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেবজিৎ ওরফে গোপালকে খুঁজতে বাড়িতে আসেন তাঁর ঠাকুমা। ডাকাডাকি করে সাড়া না পেয়ে বড় ছেলে তাপসকে ডাকেন বৃদ্ধা। তাপস এসে ঘরে ঢুকে দেখেন খাটের উপর পড়ে রয়েছে দেবজিতের দেহ। খবর পেয়ে আসেন প্রতিবেশীরা। তাঁরা জানান, খাটের উপর কম্বল চাপা দেওয়া অবস্থায় শোওয়ানো ছিল দেহ। গলায় ওড়নার ফাঁসও জড়ানো ছিল।

অত্মসমর্পণের পর তনুজাকে নিয়ে এলাকায় যান পুলিসকর্মীরা। দেহ উদ্ধার করেন তাঁরা। পুলিসের সামনেই তনুজাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পুলিসের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিস লাঠি উঁচিয়ে সামাল দেয়। প্রতিবেশীদের একাংশের দাবি, এর আগে ছোট ছেলেকেও খুন করেছিলেন তনুজাই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.