Sourav Ganguly: পরপর বিশ্বকাপ ভারতের! রোহিতদের কোন জায়গায় দেখছেন সৌরভ?
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত আইসিসি-র কোনও ট্রফি পায়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর দু'মাসের কিছুটা বেশি সময়। তারপরেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ ( T20 World Cup 2022) ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার ভারতও। আগামী বছর ভারত নিজেদের ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে। দুই ফরম্যাটে পরপর বিশ্বকাপ ভারতের! দেখতে গেলে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত আইসিসি-র কোনও ট্রফি পায়নি। এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেরেছে ভারত।
এখন রোহিত শর্মাদের ঠিক কোন জায়গায় দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? সংবাদ সংস্থা এএনআই-কে লন্ডনে বসে সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ। বিসিসিআই সভাপতি বলেন, "সবসময় আইসিসি টুর্নামেন্ট জেতা যায় না। ভারত ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল। এরপর ২০১৯ সালে বিশ্বকাপে ভারত সেমিফাইনাল খেলেছিল। এমন নয় যে, ভারতের বিশ্বকাপে পারফরম্যান্স খুব খারাপ। তবে এটা ঠিক যে, ভারত যখনই খেলে, তখন তাদের ওপর জয়ের প্রত্যাশা অনেক বেশি থাকে। তার কারণ ভারত দারুণ দল। অসাধারণ কিছু প্লেয়ার খেলে। আশা করি অস্ট্রেলিয়ায় এবার ভারত ডেলিভারি করতে পারবে।"
গত ২৪ অক্টোবর ছিল টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটের শো-পিস ইভেন্টে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছিল ভারতকে। বিশ্বকাপের যে কোনও আসরে সেবারই প্রথম পাকিস্তান জিতেছিল ভারতের বিরুদ্ধে। চলতি বছর ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধেই ভারত বিশ্বকাপের অভিযান শুরু করবে। দেখা যাক এবার কী হয়।
আরও পড়ুন: Virat Kohli | ENG vs IND: নেটে ব্যাট করছেন কোহলি, রোহিতের টিম ইন্ডিয়ার জন্য 'বিরাট' সুখবর
আরও পড়ুন: Sourav Ganguly | Asia Cup: অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা! কী বলছেন সৌরভ?