Physical Harassment of Adivasi Girl: কিশোরীকে নিজের টোটোয় চাপিয়ে নির্জনে নিয়ে গিয়ে 'ধর্ষণ'! খবর পেয়েই ছুটল পুলিস...

Rape of Adivasi Girl in Malbazar: বছরসতেরোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালবাজার এলাকায়।

Updated By: Jan 18, 2025, 08:41 PM IST
Physical Harassment of Adivasi Girl: কিশোরীকে নিজের টোটোয় চাপিয়ে নির্জনে নিয়ে গিয়ে 'ধর্ষণ'! খবর পেয়েই ছুটল পুলিস...

অরূপ বসাক: সতেরো বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালবাজার এলাকায়। নির্যাতিতার পরিবারের তরফে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মালবাজার থানার পুলিস।

আরও পড়ুন: RG Kar Incident Verdict: আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পরই বিস্ফোরক সঞ্জয়! 'আইপিএস অফিসার', 'রুদ্রাক্ষ'...এসব কী বলছে সে?

কী ঘটেছিল? 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি একজন টোটো চালক। সে ১৭ বছর বয়সি আদিবাসী ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের টোটোতে তুলে নেয়। এরপর নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে ওই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ।

এরকম অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত বছরতেতাল্লিশের মজিবুল হক নামের ওই টোটো চালককে গ্রেফতার করে মালবাজার থানার পুলিস।  মজিবুল হককে গ্রেফতার করা হয় মালবাজার শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল-সংলগ্ন এলাকা থেকে।

আরও পড়ুন: Sun Shani Shukra Yuti: বিরল ত্রিগ্রহী রাজযোগ! দীর্ঘ ৩০ বছর পরে একযোগে শুক্র-সূর্য, সঙ্গে স্বয়ং শনিদেব! এর জেরে কাদের ভাগ্য তুঙ্গে?

এবং পুলিস প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নামে ভারতীয় ন্যায়সংহিতার নির্দিষ্টধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.