Saif Ali Khan: জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে গ্রেফতার সইফ আলি খানের উপরে হামলাকারী!
Saif Ali Khan: ওই যুবককে হেফাজতে পেতে ছত্তীসগঢ় যাচ্ছে মুম্বই পুলিসের একটি টিম
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানের উপরে হামলার পর হামলাকারী সন্দেহে আরও একজন গ্রেফতার। শনিবার ছত্তীসগঢ়ের দুর্গ স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করে আরপিএফ। জ্ঞনেশ্বরী এক্সপ্রেস থেকে তাকে গ্রেফতার করা হয়। মুম্বই থেকে হাওড়ার শালিমার যাচ্ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সেখানেই বিনা টিকিটে উঠেছিল ওই যুবক। তাকে ধরেই দেখা যায় তার সঙ্গে মিল রয়েছে সইফের উপর হামলাকারী যুবকের।
আরও পড়ুন-CCTV ফুটেজে দেখা গিয়েছে সইফের আক্রমণকারীকে! জানতে পেরেই ছক কষেছিল, কিন্তু...
রেল পুলিস সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম আকাশ কৈলাস কানোজিয়া। তাকে হেফাজতে পেতে দুর্গ পৌছচ্ছে মুম্বই পুলিসের একটি টিম।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রাত আড়াইটে নাগাদ বান্দ্রায় তার নিজের বাড়িতেই ছুরিকাহত হন সইফ আলি খান। তাকে ৬ বার ছুরির কোপ মারে হামলাকারী যুবক। একটি কোপ তার স্পাইনাল কর্ডের কাছাকাছি পৌঁছে যায়। তার শরীর থেকে ২ ইঞ্চি ছুরির একটি ফলা বের করেছেন চিকিত্সকেরা।
ওই হামলার পরই হামলাকারীকে ধরতে ৩০টি টিম তৈরি করেছে মুম্বই পুলিস। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীর যুবকের ছবি বের করা হয়েছে। জানা যাচ্ছে সেই ছবি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, আপাতত সইফ আলি খানের অবস্থা স্থিতিশীল। তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। স্বাভাবিকভাবে হাঁটছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। সইফের চিকিত্সক ও নিউরো সার্জেন্ট নিতিন ডাঙ্গে সংবাদমাধ্যমে বলেন, সইফের উপরে নজর রাখা হচ্ছে। তিনি দ্রুত সেরে উঠছেন। ওঁকে বেড রেস্টে থাকতে বলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)