Rajasthan Teacher: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে চুমু..., ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

Rajasthan Teacher: ভিডিয়ো ভাইরাল হতেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। অভিযোগ করেন থানায়

Updated By: Jan 19, 2025, 07:37 PM IST
Rajasthan Teacher: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে চুমু..., ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুলের মধ্যেই সীমা ছাড়ালেন এক শিক্ষক-শিক্ষিকা। নিরিবিলি স্টাফরুমে তাদের দেখা গেল অসংলগ্ন অবস্থায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সক্রিয় হলেন স্কুল পরিদর্শক। তাঁর নির্দেশে সাসপেন্ড করা হল ওই শিক্ষক ও শিক্ষিকাকে। এমনই এক ঘটনা ঘটেছে রাজস্থানের চিতোরগড় জেলায়।

আরও পড়ুন-পরকীয়ার জের! স্ত্রীকে মেরে থানায় হাজির স্বামী...

স্টাফরুমে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। তা খেয়াল ছিল না ওই শিক্ষক যুগলের। ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিয়ুক্ত শিক্ষক এগিয়ে এসে চুম্বন করছেন, শিক্ষিকাকে কাছে টেনে নিচ্ছেন ওই শিক্ষিকাকে। মাঝেমধ্যে দেখে নিচ্ছেন চারপাশ। শুধু তাই নয়, ওই শিক্ষিকাকে ওরাল সেক্স করতেও দেখা গিয়েছে। ওই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে।

ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অভিযোগ জমা পড়তে থাকে জেলা স্কুল পরির্দশকের অফিসে। খবর পৌঁছে যায় জেলা শাসকের অফিসেও। তার পরই চিতোরগড়ের সালেসার ওই স্কুলের দুই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।

ওই ভিডিয়োটি নিয়ে এলাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষজন স্থানীয় থানা ও এসডিও অফিসে লিখিত অভিযোগ করে ওই দুই শিক্ষকের বরখাস্তের দাবি করে। তাদের দাবি ওই ভিডিয়ো স্কুলের পড়ুয়াদের মধ্যে খারাপ প্রভাব ফেলবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.