RCB vs DC | WPL 2023: শুরুতেই ফ্লপ তারকাখচিত আরসিবি! অলরাউন্ড পারফরম্যান্সে দুরন্ত দিল্লির দাপুটে জয়
Royal Challengers Bangalore vs Delhi Capitals Highlights: তারকা খচিত আরসিবি পারল না প্রথম ম্যাচে নিজেদের প্রমাণ করতে। দিল্লি ক্যাপিটালস ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে দাপুটে জয় তুলে নিল দিল্লি। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচ জমে ক্ষীর।
ডিসি উইমেন ২২৩/২
আরসিবি উইমেন ১৬৩/৮
ম্যাচের সেরা তারা নোরিস ৫/২৯
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি উইমেন'স প্রিমিয়র লিগের (Women's Premier League, WPL 2023) প্রথম ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোর ও দিল্লি ক্যাপিটালস ( Royal Challengers Bangalore vs Delhi Capitals, RCB vs DC)। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) দুই দলেরই ছিল প্রথম ম্যাচ। খুব সঙ্গত কারণেই বাড়তি নজর ছিল আরসিবি-র ওপর। কারণ খাতায়-কলমে সব চেয়ে শক্তিশালী দলই তাদের। দেশ-বিদেশের তারকাখচিত খেলোয়াড়দের নিয়ে হয়েছে আরসিবি-র উইমেন ব্রিগেড। ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ছাড়াও সোফি ডিভাইন (Sophie Devine), এলিস পেরি (Ellyse Perry), হিথার নাইট (Heather Knight) ও মেগান স্কুটের (Megan Schutt) মতো তারকারা রয়েছেন দলে। সেই দলের দিকে আলাদা চোখ থাকেই। কিন্তু শুরুতেই ফ্লপ শো তারকাখচিত আরসিবির! অলরাউন্ড পারফরম্যান্সে দুরন্ত খেলে জিতল দিল্লি ক্য়াপিটালস।
রবির দুপুরে টস জিতে স্মৃতির দল ব্যাট করতে পাঠিয়ে ছিলেন মেগ ল্যানিংয়ের দিল্লিকে। প্রথম ব্যাট করে ল্যানিং অ্যান্ড কোং মাত্র ২ উইকেট হারিয়ে তোলে ২২৩ রান। সদ্যই দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করিয়ে ল্যানিং এসেছেন ভারতে। রয়েছেন দারুণ ছন্দে। ব্রেবোর্নে এদিন তিনি ওপেন করতে নেমে ৪৩ বলে ঝোড়ো ৭২ রানের (১৪টি চার) ইনিংস খেলেন। ল্যানিংয়ের ওপেনিং পার্টনার ছিলেন ভারতের শেফালি বর্মা। ল্যানিং-শেফালিই ক্রিজে ছিলেন ১৪.৩ ওভার। শেফালির ব্যাট থেকে আসে ৪৫ বলে ৮৪ (১০টি চার, চারটি ৬)। দুয়ে মিলে ১৬২ রান যোগ করেন ওপেনিং যুগলবন্দিতে। ল্যানিং-শেফালি আউট হওয়ার পর মারিজেন ক্যাপ (১৭ বলে ৩৯) ও জেমিমা রডরিগেজ (১৫ বলে ২২) দারুণ টেম্পোতে খেলে গেলেন। এই রান স্মৃতিদের কাছে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়ায়। রান তাড়া করতে নেমে ১৩ ওভারের মধ্যে প্রথম পাঁচ উইকেট চলে যায় ৯৩ রানে। স্মৃতি (৩৫), সোফি (১৪), এলিস (৩১), দিশা কাসাট (৯) ও হিথার নাইট (৩৪) ফিরে যান। এর পরের পাঁচ ব্যাটারের মধ্যে একমাত্র রান পেয়েছেন মেগান (অপরাজিত ৩০)। ১৬৩ রানে শেষ হয়ে যায় আরসিবি-র ইনিংস। এদিন বল হাতে কামাল করেন ইউএসএ-র মিডিয়াম পেসার তারা নোরিস। ২৯ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচের সেরা। পাশাপাশি লিখে ফেললেন ইতিহাস। এই টুর্নামেন্টে প্রথম ক্রিকেটার হিসেবে নিলেন পাঁচ উইকেট।