টালিগঞ্জ-রেনবো ম্যাচ গড়াপেটা হয়েছিল, দাবি ফিফার

Updated By: Sep 7, 2017, 11:35 PM IST
টালিগঞ্জ-রেনবো ম্যাচ গড়াপেটা হয়েছিল, দাবি ফিফার

ওয়েব ডেস্ক: ফিফার মাইক্রোস্কোপের তলায় ঘরোয়া লিগে টালিগঞ্জ বনাম রেনবো ম্যাচ। এই ম্যাচে গড়াপেটা হয়েছিল বলে দাবি করেছে ফিফা। ইতিমধ্যেই গোটা ব্যাপারটা আইএফএর কাছে জানতে চেয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবলে এই ঘটনা নজিরবিহীন।

ভারতীয় ফুটবলে নজিরবিহীন এবং চাঞ্চল্যকর ঘটনা। ম্যাচ গড়াপেটার সন্দেহে বাংলার ফুটবল ফিফার  আঁতশ কাচের তলায়। কলকাতা লিগে টালিগঞ্জ-রেনবো ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠল। অভিযোগ তুলেছে ফিফার একটি তদন্তকারী সংস্থা। এমন ঘটনা ভারতীয় ফুটবলে প্রথম।

ফুটবলে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিশ্ব জুড়ে ফিফার কর্মকান্ড চলছে। এবার যেহেতু যুব বিশ্বকাপের আয়োজক দেশ ভারত, তাই ভারতে ফিফার নজরদারি  বেশি। আর সেই নজরদারিতেই ফিফার সন্দেহের তালিকায় উঠে এসেছে কলকাতা লিগে টালিগঞ্জ-রেনবো ম্যাচ। এরপরই পুরো ঘটনা ফেডারেশনের ইনটিগ্রিটি  অফিসারের নজরে আনে ফিফার তদন্তকারী সংস্থা। সমস্ত তথ্য ফেডারেশনে পাঠিয়ে দেয় ফিফা। সেই অভিযোগ পাওয়ার পরই আইএফএ-র কাছে ইমেল পাঠিয়ে গোটা ঘটনাটি জানতে চেয়েছে এআইএফএফ-এর ইনটিগ্রিটি  অফিসার জাভেদ সিরাজ।
                           
পঁচিশে আগাস্টের এই ম্যাচে টালিগঞ্জ রেনবোকে দুই-এক ব্যবধানে হারিয়েছিল। অভিযোগের বয়ান অনুযায়ী ফলাফল মিলে যাওয়াতে সন্দেহ আরও জোরাল হয়েছে।

.