টিটোয়েন্টি ম্যাচে টসে হেরেছিলেন বিরাট, দেখুন সেই ভিডিও

Updated By: Sep 7, 2017, 07:47 PM IST
টিটোয়েন্টি ম্যাচে টসে হেরেছিলেন বিরাট, দেখুন সেই ভিডিও

ওয়েব ডেস্ক:  টসে হেরেও জিতলেন বিরাট। ঐতিহাসিক জয়ের মধ্যেই বিতর্কের জন্ম দিল টস। 

বুধবার টিটোয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ১৭০ রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখে ভারত। তারপর অনায়াসে ম্যাচ বের করেন নেন বিরাট-মণীশ। কিন্তু আসলে টসে জেতেননি বিরাট। জিতেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থরাঙ্গা।

ভিডিও দেখা গিয়েছে, ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ক কোহলি ও থরাঙ্গাকে আলাপ করিয়ে দিচ্ছেন ম্যাচ প্রেজেন্টার মুরলী কার্তিক। থরাঙ্গা কয়েন আকাশে ছোড়েন। 'হেড'‍ বলেন বিরাট। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্র্যাফ্ট জানালেন 'টেইল'‍। তা বোধহয় শুনতে পাননি কার্তিক। তিনি ঘোষণা করলেন, 'হেড ইট ইজ।' এবং সোজা চলে গেলেন বিরাটের কাছে। টসের ফলাফল নিয়ে বিরাটের কোনও সন্দেহ হয়নি। তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। টসে বিতর্কে উঠছে নানা প্রশ্ন। ক্রিকেটমহলের একাংশের প্রশ্ন, কার্তিক শুনতে ভুল করলেও কেন আটকালেন না ম্যাচ রেফারি? আবার কেউ কেউ বলছেন, টসের উপরে ম্যাচের ফল অনেকাংশে নির্ভর করে, এই ভুলের দায় কার?   

 

টিটোয়েন্টি ম্যাচে পরে ব্যাট করলে সুবিধা পাওয়া ‌যায়। সেই সুবিধা পেলে শ্রীলঙ্কা জিততেও পারত।

শ্রীলঙ্কা সফরে নয়ে নয় করেছে বিরাটের টিম ইন্ডিয়া। তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ জেতার পর একমাত্র টি-টোয়েন্টিতেও কোহলিদের সঙ্গে এঁটে উঠতে পারেননি মালিঙ্গারা।  

আরও পড়ুন, কোচ-ক্যাপ্টেন বিতর্ক উস্কে দিল বিরাটের শিক্ষক দিবসের টুইট

.