কুপওয়ারায় ৩ জঙ্গিকে পাকড়াও করল সেনা বাহিনী

ওয়েব ডেস্ক : মঙ্গলবার সকাল থেকে ফের গোলাগুলি শুরু হল জম্মু কাশ্মীরের কুপওয়ারায়। আজ সকাল থেকেই উত্তর কাশ্মীরের কুপওয়ারার বেশ কিছু জায়গায় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। গোলাগুলির জেরে ইতিমধ্যেই ওই এলাকায় ২-৩ জঙ্গিকে পাকড়াও করা হয়েছে বলে এএনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

জানা যাচ্ছে, কুপওয়ারায় জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে, সেই খবর পাওয়ার পরই মঙ্গলবার ভোর থেকে ওই এলাকায় তল্লাশি শুরু করে সেনা বাহিনী। তল্লাশি শুরু হতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে ২-৩ জঙ্গিকে পাকড়াও করে বলে জানা যাচ্ছে।

 

গত ৯ অগাস্ট কাশ্মীরের পুলওয়ামায় ৩ জঙ্গিকে জ্যান্ত পাকড়াও করে সেনা বাহিনী। ৩ অগাস্টও ২ জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বাহিনী। তবে ওই দিনের এনকাউন্টারে সেনা বাহিনীর এক আধিকারিক এবং এক জওয়ানের মৃত্যু হয় বলে জানা যায়।

English Title: 
J&K: Encounter underway in Kupwara, 2 to 3 terrorists believed to be trapped
News Source: 
Home Title: 

কুপওয়ারায় ৩ জঙ্গিকে পাকড়াও করল সেনা বাহিনী

কুপওয়ারায় ৩ জঙ্গিকে পাকড়াও করল সেনা বাহিনী
Yes
Is Blog?: 
No
Section: