৬ মাসের জন্য তিন তালাক নিষিদ্ধ করে কেন্দ্রের কোর্টে বল ঠেলল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক: তিন তালাক অসাংবিধানিক। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ইতিহাস হয়ে গেল তিন তালাক। এই ইস্যুতে আজ প্রধান বিচারপতি ও বাকি বিচারপতিদের মধ্যে মতপার্থক্য হয়। ৩ বিচারপতি বলেন, তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করা হোক।
প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ৬ মাস তিন তালাক দেওয়া যাবে না। তবে তালাক প্রথা পুরোপুরি নিষিদ্ধ করার দায় সরকারের কোর্টে ঠেলেছে তারা। এই ৬ মাসের মধ্যে সরকারকে মুসলিমদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইন আনতে হবে। এই সময়ের মধ্যে কোনও মুসলিম স্বামী তাঁর স্ত্রীকে তিন তালাক দিতে পারবেন না। তিন তালাকের বিরুদ্ধে যাঁরা শীর্ষ আদালতে পিটিশন ফাইল করেন, তাঁরা হলেন আফরিন রহমান, সায়ারা বানু, ইসরাত জাহান, গুলশন পারভিন ও ফারহা ফয়েজ।
https://twitter.com/ANI/status/899865860487036929
#UPDATE Justice Nariman,Lalit and Kurien say #TripleTalaq is unconstitutional, oppose view of Justice Nazir and CJI Khehar
— ANI (@ANI) August 22, 2017