Saif Ali Khan: সইফকে কি সত্যি-ই কুপিয়েছে? নাকি সবটাই নাটক?
আমার সন্দেহ হল যে তিনি কি সত্যিই হামলার শিকার নাকি অভিনয় করছেন মাত্র?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড অভিনেতা সইফ আলি খানকে কি সত্যিই কোপানো হয়েছে? নাকি নাটক করছেন তিনি? এমন প্রশ্নে জোর হইচই পড়ে গিয়েছে। প্রশ্ন করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। পাশাপাশি, সইফ আলি খান আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করায় বিরোধী নেতাদেরও একহাত নিয়েছেন তিনি।
তাঁর দাবি, একজবন অভিনেতা বিশেষ করে তিনি যদি 'একজন খান হন', তবেই বিরোধীদের মাথাব্যথার কারণ হয়ে যায়। কিন্তু কোনও হিন্দু শিল্পীর জন্য তাঁদের এতটা উদ্বেগ তাড়িত হতে দেখি না। প্রসঙ্গত, বাড়ির মধ্যেই আততায়ীর হাতে আক্রান্ত হন সইফ। ডাকাতি করতে এসে বাধা পেয়ে ছুরি দিয়ে তাঁকে ৬ বার কোপায় আততায়ী। গুরুতর জখম হন সইফ। গভীর ক্ষত হয় তাঁর ঘাড়ের কাছে। শিরদাঁড়ায় চোট লাগে। অভিনেতার মেরুদণ্ডে ৩ ইঞ্চি ছুরি আটকে গিয়েছিল।
৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর অভিনেতার মেরুদণ্ড থেকে ছুরিটি বের করে আনা হয়। ৫ দিন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন সইফ। সবে ২দিন হল, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে আপাতত শ্যুটিং বা ওয়ার্ক-আউট করতে পারবেন না সইফ। এখন মন্ত্রী নীতেশ রানে সন্দেহ প্রকাশ করেছেন যে, তাঁকে কি সত্যিই আদৌ কোপানো হয়েছিল সেই নিয়ে।
নীতেশ রানের কথায়, ঘটনাটি কি সত্যি? নাকি ৫৪ বছরের অভিনেতা 'জাস্ট অভিনয়' করছেন? পুনের এক অনুষ্ঠানে রানে বলেন, "ডিসচার্জের পর আমি যখন সইফকে দেখলাম, তখন আমার সন্দেহ হল যে তিনি কি সত্যিই হামলার শিকার নাকি অভিনয় করছেন মাত্র?" উল্লেখ্য,হামলার ৩ দিন পর গ্রেফতার হয় অভিযুক্ত। অভিযুক্ত একজন বাংলাদেশি। তাঁর পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে। ৬-৬টি খুনের মামলা রয়েছে তার নামে।
আরও পড়ুন, Saif Ali Khan: আরও বড় বিপদ! সইফের ১৫০০০ কোটি টাকার সম্পত্তি এবার... ঘুচে যাবে 'নবাব' তকমা?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)