Smriti Mandhana | ICC Women's ODI Batting Rankings: আইরিশ বধের পুরস্কার পেলেন স্মৃতি, আইসিসি জানাল নক্ষত্র ক্রিকেটারের জায়গা ঠিক কোথায়

Smriti Mandhana Rises to No. 2:  উঠতে উঠতে এখন ২ নম্বরে স্মৃতি, প্রথম দশে তিনিই একমাত্র ভারতীয়...  

Updated By: Jan 22, 2025, 01:23 PM IST
Smriti Mandhana | ICC Women's ODI Batting Rankings: আইরিশ বধের পুরস্কার পেলেন স্মৃতি, আইসিসি জানাল নক্ষত্র ক্রিকেটারের জায়গা ঠিক কোথায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সিরিজ খেলেছেন তিনি। আর তারই পুরস্কার হাতেনাতে পেলেন ভারতের নক্ষত্র ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। মহিলাদের আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এলেন তিনি। প্রথম ওডিআই-তে ৪১ রানের ইনিংস খেলেছেন স্মৃতি, আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই-তে তাঁর রান ছিল যথাক্রমে ৭৩ ও ১৩৫। মহিলাদের আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে স্মৃতি ছাড়া আর কোনও ভারতীয় নেই। ১৫ নম্বরে হরমনপ্রীত কৌর ও ১৭ নম্বরে জেমিমা রডরিগেজ।  

আরও পড়ুন: 'সব গোপন কথা এখানেই বলে দেব?' সূর্যর চমকে দেওয়া উত্তর! ইডেনে সাংবাদিকরা পুরো থ...

স্মৃতি ৭৩৮ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছেন, একে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড (৭৭৩ পয়েন্ট) শ্রীলঙ্কার চামারি আথাপাথু (৭৩৩ পয়েন্ট) রয়েছেন তিনে। ৩৪৪ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় ছ'নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। বোলিং র‍্যাঙ্কিংয়ে সোফি এক্লেস্টোন ১ নম্বরে রয়েছেন, আর দীপ্তি ৬৮০ পয়েন্ট নিয়ে চার নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই জয়ের ক্ষেত্রে গার্ডনার ব্যাট এবং বল হাতে দুর্দান্ত ছিলেন।

আরও পড়ুন: 'মেসির শিক্ষাদীক্ষার খুবই অভাব আছে'! নক্ষত্র ফুটবলারের তোপ কিংবদন্তিকে...

ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করার পর অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন। ইংল্যান্ড সিরিজে গার্ডনার চারটি উইকেট নেওয়ার সঙ্গেই ১৪৬ রান করে শীর্ষস্থান দখল করেছেন। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মারিজান ক্যাপকে পিছনে ফেলে শীর্ষে এসেছেন তিনি। গার্ডনার ওডিআই র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সর্বোচ্চ ৪৬৯ পয়েন্ট অর্জন করেছেন, দ্বিতীয় স্থানে থাকা ক্যাপের থেকে ২৫ পয়েন্ট এগিয়ে তিনি। গার্ডনার ব্যাটার হিসেবে কেরিয়ার সেরা ৬৪৮ পয়েন্ট অর্জন করেছেন, পাঁচ ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ উঠে এসেছেন।

আরও পড়ুন: '১০ বার চোট পেলেও...', ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক! ইডেন শুনল শামির লড়াকু গল্প

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.