সাতসকালেই গুলির লড়াইয়ে তোলপাড় কাশ্মীরের রণবীরগড়, খতম ২ জঙ্গি

কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। তবে এখনও পর্য্নত ২ জঙ্গির মৃত্যু হয়েছে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 25, 2020, 12:33 PM IST
সাতসকালেই গুলির লড়াইয়ে তোলপাড় কাশ্মীরের রণবীরগড়, খতম ২ জঙ্গি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল শ্রীনগরের কাছে রণবীরগড় এলাকা। জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনও পর্যন্ত ২ জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এনকাউন্টার এখনও চলছে।

আরও পড়ুন-টার্গেট ভারত, চিন-পাকিস্তান মিলে উহানের ল্যাবেই বানাচ্ছে জৈব অস্ত্র! চক্রান্ত ফাঁস

কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এখনও পর্য্নত ২ জঙ্গির মৃত্যু হয়েছে।

কাশ্মীর পুলিসের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের স্পেশাল অপারেশন টিমের যৌথ অভিযান শুরু হয় রণবীরগড় এলাকায়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই অভিযান চালায় সিআরপিএফ ও সেনাবাহিনী। একটি সন্দেহজনক এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। খুব সকালে ওই অভিযান শুরু পর থেকেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই গুলির লড়াই শুরু হয়ে যায়।

আরও পড়ুন-২ জেলায় শূন্য, কিন্তু বাকি রাজ্যে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১০০০ ছাড়াল

পুলিস সূত্রে খবর, একটি বিশেষ এলাকা ঘিরে ফেলেছে  নিরাপত্তা বাহিনী। ফলে সন্দেহজনক ডেরা থেকে বের হতে পারছে না জঙ্গিরা। বাধ্য হয়েই তারা গুলি চালাচ্ছে। গুলির লড়াই চলছে।

.