Virat Kohli And Rohit Sharma: একসঙ্গেই T20I-কে আলবিদা, রেকর্ডবুকেই থাকবেন 'রোহিরাট'! কী রেখে গেলেন তাঁরা?

Virat Kohli And Rohit Sharma Retires From T20I: একজনের ১৪ বছরের, অন্য়জনের ১৭ বছরের টি-২০ আন্তর্জাতিক কেরিয়ার, শেষ হয়ে গেল বিশ্বকাপ জেতার পরেই।

Updated By: Jun 30, 2024, 01:21 PM IST
Virat Kohli And Rohit Sharma: একসঙ্গেই T20I-কে আলবিদা, রেকর্ডবুকেই থাকবেন 'রোহিরাট'! কী রেখে গেলেন তাঁরা?
যে ছবি আজীবন থেকে যাবে ভারতীয় ক্রিকেটে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৯ জুন ২০২৪। ঠিক সাত মাসের মধ্য়ে চিত্রটা পুরোপুরি বদলে গেল। প্রথমবার তীরে এসেই ঠিক তরী ডুবেছিল আর পরেরবার ভারত বিশ্বচ্য়াম্পিয়ন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর কুড়ি ওভারের বিশ্বকাপ ভারতের হাতে। বার্বাডোজের কেনসিংটন ওভাল দেখেছে কখনও আবেগের রোলারকোস্টার রাইড তো কখনও আবেগের সুনামি। অন্য়দিকে, দেশকে বিশ্বকাপ জিতিয়েই ভারতীয় দলের দুই মহানক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli And Rohit Sharma) জানিয়ে দিলেন যে, তাঁরা দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললেন। আর নীল জার্সিতে তাঁদের দেখা যাবে না ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে। বিরাট বিদায় বললেন ঠিক ম্য়াচের পরেই, রোহিত এবার তাহলে আসি বন্ধু বলার জন্য় বেছে নিলেন সাংবাদিক বৈঠক।

আরও পড়ুন: ভারত বিশ্বকাপ জয়ের পর মেয়েকে জড়িয়ে কী আবেগঘন পোস্ট করলেন অনুষ্কা?

ম্য়াচের সেরার পুরস্কার হাতে তুলে বিরাট হর্ষ ভোগলেকে বলেন, 'হ্য়াঁ, এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ। ঠিক এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। একেক দিন মনে হয় যে, আপনি রানই পাবেন না, তারপর কিছু ঘটে যায়। নাও ওর নেভার পরিস্থিতি ছিল আমাদের জন্য়। এর সঙ্গেই জানিয়ে রাখি যে, আমি দেশের জার্সিতে টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এটা ওপেন সিক্রেটই বলা চলে। সবটুকু চেয়েছিলাম করে নিতে। বিশ্বকাপটিও জিততে চেয়েছিলাম। এবার আগামী প্রজন্ম টি-২০ এগিয়ে নিয়ে যাক। আমাদের দীর্ঘ প্রতীক্ষার আবসান। অবেশেষ আইসিসি-র ট্রফির খরা কাটল। রোহিত ন'টি টি-২০ বিশ্বকাপ খেলেছে। আমার এটি ষষ্ঠ। এই কাপের ও দাবিদার।'

রোহিত সাংবাদিকদের চমকে দিয়ে বলেন, 'আমিও বিরাটের মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এই ফরম্য়াটকে গুডবাই বলার জন্য় এর চেয়ে ভালো সময় হতে পারত না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। টি-২০-র হাত ধরেই ভারতের হয়ে আমার অভিষেক। ভীষণ ভাবে এই কাপটা জিততে চেয়েছিলাম। শব্দে প্রকাশ করতে পারব না এই আনন্দ। আমার জন্য় খুব আবেগঘন মুহূর্ত। জীবনে মরিয়া হয়ে এই খেতাব চেয়েছিলাম। আজ খুশি যে ফিনিশিং লাইন পার করতে পেরেছি।'
 
১২ জুন ২০১০, জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাটের দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক। সেদিন হারারেতে তিনি ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন। ২৯ জুন ২০২৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেললেন বিরাট। শেষ ইনিংস করে রাখলেন স্মরণীয়। ৫৯ বলে ৭৬ রান করে তিনি আউট হন। দেশের হয়ে ১২৫টি টি-২০ ম্য়াচে বিরাট করেছেন ৪১৮৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর। সর্বাধিক ইনিংস অপরাজিত ১২২ রানের। এমনকী এই ফরম্য়াটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন চার উইকেটও। ১৪ বছরের টি২০আই কেরিয়ার ঠিক এমনই

১৯ সেপ্টেম্বর ২০০৭, ইংল্য়ান্ডের বিরুদ্ধে রোহিতের দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক। যদিও সেদিন রোহিত ব্য়াট করার সুযোগ পাননি।  ২৯ জুন ২০২৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেললেন। ৫ বলে ৯ রান করে রোহিত আউট হলেন শেষ টি-২০আই ম্য়াচে। দেশের হয়ে ১৫৯টি টি-২০ ম্য়াচে বিরাট করেছেন ৪২৩১ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধ-শতরান আছে তাঁর। সর্বাধিক ইনিংস অপরাজিত ১২১ রানের। এই ফরম্য়াটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন এক উইকেটও। ১৭ বছরের টি২০আই কেরিয়ার ঠিক এমনই।

আরও পড়ুন: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরল ইতিহাস বিরাট কোহলির

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.