'বিজেপির কারসাজিতে' মধ্যপ্রদেশে ৬০ লাখ ভুয়ো ভোটার! তদন্তে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

কংগ্রেস নেতা কমলনাথের অভি‌যোগ, ‘রাজ্যে ভোটদাতার সংখ্যা ‌যেখানে ২৪ শতাংশ বেড়েছে সেখানে ভোটার সংখ্যা ৪০ শতাংশ বাড়ে কীভাবে?’

Updated By: Jun 4, 2018, 12:34 PM IST
'বিজেপির কারসাজিতে' মধ্যপ্রদেশে ৬০ লাখ ভুয়ো ভোটার! তদন্তে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন:  মাত্র ১০০ কেন্দ্রে দশ শতাংশেরও বেশি ভুয়ো ভোটার। সবেমিলিয়ে রাজ্যে এদের সংখ্যা ৬০ লাখেরও বেশি। এমনটাই অভি‌যোগ মধ্যপ্রদেশ কংগ্রেসের। এবার সেই অভি‌যোগের ভিত্তিতে তদন্তে নামল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

অারও পড়ুন- ডিভাইডারে ধাক্কা, পাল্টি খেয়ে কঙ্কালসার সাড়ে ৩ কোটির ফেরারি, সলপে ভয়ঙ্কর দুর্ঘটনা

নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের ভুয়ো ভোটার খুঁজতে ৪টি দল গঠন করেছে। প্রতিটি দলে থাকবেন ২ জন করে সদস্য। আপাতত এঁরা রাজ্যের নারেলা, ভোজপুর, হোসানগাবাদ, সেওনি মালওয়া বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা ‌যাচাই করে দেখবেন। রিপোর্ট পাওয়া ‌যাবে ৭ জুন।

আরও পড়ুন-আত্মহত্যা করেছেন দুলাল কুমার, জানালেন পুরুলিয়ার নয়া এসপি

উল্লেখ্য, সম্প্রতি ভুয়ো ভোটার ইস্যুতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় মধ্যপ্রদেশ কংগ্রেস। রাহুল গান্ধীর দলের দাবি, বিজেপির প্রত্যক্ষ মদতে রাজ্যের ভোটার তালিকায় ঢুকেছে কমপক্ষে ৬০ লাখ ভুয়ো ভোটার। একই ছবি অথচ নাম অন্য এমন বহু ভোটার রয়েছে ভোটার তালিকায়। পাশাপাশি, কংগ্রেস নেতা কমলনাথের অভি‌যোগ, ‘রাজ্যে ভোটদাতার সংখ্যা ‌যেখানে ২৪ শতাংশ বেড়েছে সেখানে ভোটার ৪০ শতাংশ বাড়ে কীভাবে?’

গোটা বিষয়টি নিয়ে জোর কদমে নেমেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কমলনাথ, দিগ্বিজয় সিংয়ের মতো কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, তালিকা সংশোধনের পর কমিশন বলুক তা সঠিক। এর পরে কোনও ভুয়ো ভোটার বেরলে কমিশনের আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

.