স্বামীকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ কংগ্রেসের
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে জনতা পার্টি প্রধান সুব্রহ্মণ্যম স্বামীর তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস। এদিন কংগ্রেস মুখপাত্র পি সি চাকো মন্তব্য করেন, "আমরা তাঁকে (স্বামীকে) গুরুত্বের সঙ্গে দেখছি না। কোনও ভিত্তিহীন অভিযোগের উত্তর দিতেঅ আমরা বাধ্য নই।" সেইসঙ্গে ইনকামট্যাক্স সংক্রান্ত অভিযোগ নিয়ে জনতা পার্টি নেতাকে আদালতের দারস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন চাকো।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে জনতা পার্টি প্রধান সুব্রহ্মণ্যম স্বামীর তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস। এদিন কংগ্রেস মুখপাত্র পি সি চাকো মন্তব্য করেন, "আমরা তাঁকে (স্বামীকে) গুরুত্বের সঙ্গে দেখছি না। কোনও ভিত্তিহীন অভিযোগের উত্তর দিতেঅ আমরা বাধ্য নই।" সেইসঙ্গে ইনকামট্যাক্স সংক্রান্ত অভিযোগ নিয়ে জনতা পার্টি নেতাকে আদালতের দারস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন চাকো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি সি চাকো বলেন, "আমরা দেখতে চাই স্বামী আদালতের কাছে আবেদন করেন কী না।" কংগ্রেস যে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত সে কথাও স্পষ্ট করে দিয়েছেন চাকো। বৃহস্পতিবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন জনতা পার্টি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ ছিল, সোনিয়া ও রাহুলের হাতে `ইয়ং ইন্ডিয়ান` নামে একটি সংস্থার ৩৮ শতাংশ শেয়ার রয়েছে। এই সংস্থাটি ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের পুরনো প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস অধিগ্রহণ করেছে। আর এই অ্যাসোসিয়েটেড জার্নালসকে ৯০ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে কংগ্রেস। সেইসঙ্গে এই ঘটনায় দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে দিয়ে পুর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছিলেন স্বামী।
এদিন চাকো জানিয়েছেন, বৃহস্পতিবারই রাহুল গান্ধীর দফতর থেকে সমস্ত অভিযোগ খণ্ডন করা হয় এবং স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে রাহুলের দফতরের তরফে। তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী মনিষ তিওয়ারিও রাহুল-সনিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। একদিকে যেমন পি সি চাকোর মত, জনগণকে বিভ্রান্ত করতেই এই কৌশল নিয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেসও এই ধরনের 'বিভ্রান্তি মূলক' অভিযোগের কড়া জবাব দেবে সেকথাও বুঝিয়ে দিয়েছেন মনিষ।