বাড়ছে না বাসভাড়া, ধর্মঘটের পথে বাস মালিকরা

বাস ভাড়া বাড়ানো হবে না। মহাকরণে একথা স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহণ মদন মিত্র। একইসঙ্গে বাস মালিকদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ধর্মঘটে গেলে কড়া হবে সরকার। অন্যদিকে, বাস ভাড়া বাড়ানো না হলে অক্টোবরের ৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে বাস মালিক সংগঠনগুলি।

Updated By: Oct 6, 2012, 09:35 AM IST

বাস ভাড়া বাড়ানো হবে না। মহাকরণে একথা স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহণ মদন মিত্র। একইসঙ্গে বাস মালিকদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ধর্মঘটে গেলে কড়া হবে সরকার। অন্যদিকে, বাস ভাড়া বাড়ানো না হলে অক্টোবরের ৯ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে বাস মালিক সংগঠনগুলি।
ডিজেলের মূল্যবৃদ্ধির পরেই ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে বাস-মিনিবাস ও ট্যাক্সি মালিকদের সংগঠনগুলি। শনিবার মহাকরণে পরিবহণ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ভাড়াবৃদ্ধি নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। যদিও বৈঠক শেষে পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, বাসভাড়া বাড়ানো নিয়ে কোনও আলোচনাই হয়নি। পরে তিনি আরও জানান, বাড়বে না বাসভাড়া।
ভাড়া না বাড়ালে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ধর্মঘট করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৮ অক্টোবর মহাকরণে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন পরিবহণ মন্ত্রী। সেখানেও কোনও সমাধানসূত্র না বেরোলে পুজোর মুখে বড়সড় পরিবহণ ধর্মঘটের মুখে পড়তে পারেন রাজ্যবাসী।

.