সিপিকে হাইকোর্টের ধমক

ঘটনাভেদে পুলিসের তত্‍পরতা সমান নয় বলে উল্লেখ করে, বুধবার কলকাতার পুলিস কমিশনারের কড়া সমালোচনা করল হাইকোর্ট। আদালতের তলবে বুধবার কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের সামনে হাজির হয়েছিলেন নগরপাল রঞ্জিতকুমার পচনন্দা।

Updated By: Mar 21, 2012, 05:38 PM IST

ঘটনাভেদে পুলিসের তত্‍পরতা সমান নয় বলে উল্লেখ করে, বুধবার কলকাতার পুলিস
কমিশনারের কড়া সমালোচনা করল হাইকোর্ট। আদালতের তলবে বুধবার কল্যাণজ্যোতি
সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের সামনে হাজির হয়েছিলেন নগরপাল
রঞ্জিতকুমার পচনন্দা। তখনই তাঁকে আমহার্স্ট স্ট্রিট থানায় গিয়ে একটি মামলার তদন্ত করে দু-সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত। আদালতের বক্তব্য, নন্দীগ্রামে কোনও ঘটনা ঘটলে ২৪ ঘণ্টায় কেস ডাইরি পাঠাতে পারে পুলিস। অথচ কলকাতার কেসডায়েরি পৌঁছয় না। কেন এমন ঘটে, তা জানতে চায় আদালত।

গত ২০ ফেব্রুয়ারি আমহার্স্ট স্ট্রিটে সরকারি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। দুর্ঘটনায় বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিস। হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান বাসচালক চিত্ত বসু। সেই আবেদনের শুনানিতে, দুর্ঘটনা নিয়ে নগরপালের রিপোর্ট তলব করে আদালত। ডিসি নর্থ বিশাল গর্গকে দিয়ে ঘটনার রিপোর্ট তৈরি করান পুলিস কমিশনার। ডিসি নর্থ সেই রিপোর্ট আদালতে পেশ করেন। এতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। এর পরই বুধবার পুলিস কমিশনারকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেয় উচ্চ আদালত।  

.