যাদবপুরে ভর্তি করানোর টেনশনের জায়গায় এখন ভর্তির পর কী হবে, সেই দুশ্চিন্তা!

যাদবপুরে এবিভিপিকে আটকাতে সমস্ত বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এগিয়ে আসার ডাক দিলেন সিপিএম সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ট্যুইটে সূর্যকান্ত মিশ্র লিখেছেন-

Updated By: May 9, 2016, 11:00 PM IST
যাদবপুরে ভর্তি করানোর টেনশনের জায়গায় এখন ভর্তির পর কী হবে, সেই দুশ্চিন্তা!

ওয়েব ডেস্ক: যাদবপুরে এবিভিপিকে আটকাতে সমস্ত বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এগিয়ে আসার ডাক দিলেন সিপিএম সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ট্যুইটে সূর্যকান্ত মিশ্র লিখেছেন-

এবিভিপি নয়, বিজেপি এবং তাদের প্রভু আরএসএস রাস্তায় নেমেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, আজ আক্রান্ত ধর্মনিরপেক্ষতা। সমস্ত বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকেই এই আক্রমণ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।...গুন্ডা ও অপরাধীদের নামিয়ে দিয়ে আরএসএস-সঙ্ঘীদের ক্যাম্পাস দখলের ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। গডসের অনুগামীদের এখানে স্থান নেই।

অন্যদিকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে বরাবর প্রথম সারিতে যাদবপুর। কিন্তু এখন যেন দ্রুত বদলাচ্ছে সেই ছবি। এতদিন যাঁদের স্বপ্ন ছিল ছেলেমেয়েকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর, তাঁদেরও অনেককে এখন দু বার ভাবতে হচ্ছে। তাঁদের প্রশ্ন, এ কী চলছে যাদবপুরে? যাদবপুর মানেই ঐতিহ্য, সুনাম। মানে উজ্জ্বল ভবিষ্যতের সিঁড়ি। এই যাদবপুরে ভর্তি করাতেই অভিভাবকদের মধ্যে চলতো প্রেস্টিজ ফাইট। যাদবপুরই ইদানিং বারবার শিরোনামে, মারামারি, গণ্ডগোল-অশান্তি,  এই সমস্ত কারণে। বদলাচ্ছে ধ্যানধারণা। যতই কঠিন শোনাক, এটাই বাস্তব সত্যি। এটাই এখন যাদবপুরের বর্তমান। যেখানে  এখন উদ্বেগ-আশঙ্কা-দুশ্চিন্তা। সোমবার ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষা ছিল এই বিশ্ববিদ্যালয়ে। ছেলেমেয়েদের সঙ্গে এসেছিলেন অনেক অভিভাবক। তাঁরাও একই চিন্তায়। যাদবপুরে ভর্তি করানোর টেনশনের জায়গা এখন নিয়ে নিয়েছে, ভর্তির পর কী হবে, সেই দুশ্চিন্তা। 

.