Coal Case: এবার কয়লাকাণ্ডে মন্ত্রী Malay Ghatak-কে তলব ED-র
এখনও কোনও চিঠি পাইনি: Malay Ghatak
নিজস্ব প্রতিবেদন: এবার কয়লা কাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এমনটাই সূত্রের খবর। ১৪ সেপ্টেম্বর রাজ্যের আইনমন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে। দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন মলয় ঘটক (Malay Ghatak)।
ইডি সূত্রে খবর, কয়লা কাণ্ডের তদন্তে নেমে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁদের থেকে তথ্য সংগ্রহ করেছেন। তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। সেই সূত্র ধরেই মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে এসেছে। এরপরই মন্ত্রী মলয় ঘটককে তলব করেন তদন্তকারীরা। ইডি ছাড়াও কয়লা কাণ্ডের তদন্ত করছে CBI। অপরাধমূলক ষড়যন্ত্রের তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
আরও পড়ুন: SIT: শেষপর্যন্ত কার্যকর আদালতের নির্দেশ, ভোট পরবর্তী অশান্তির তদন্তে এবার সিট গঠন রাজ্যের
আরও পড়ুন: Kolakata: স্নায়ুঘটিত সমস্যা নিয়ে SSKM-এ ভর্তি Mukul Roy, গঠিত হল মেডিক্য়াল বোর্ড
যদিও ইডির তলব প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাননি মলয় ঘটক। বরং তিনি হতবাক বলে জানান। ঘনিষ্ঠ মহলে কেবল তিনি জানান, এখনও কোনও চিঠি পাননি।