Virat Kohli And Rohit Sharma: বিমান সংস্থার বিরল শ্রদ্ধায় ROHIRAT, কল সাইনে বনস্পতিদের 'বিদায়ী' বন্দনা

Vistara tribute to Rohit Sharma And Virat Kohli: বিরাট কোহলি ও রোহিত শর্মা আর আন্তর্জাতিক টি-২০ খেলবেন না। তাঁদের দারুণ শ্রদ্ধাজ্ঞাপন ভিস্তারা বিমান সংস্থার।  

Updated By: Jul 4, 2024, 06:56 PM IST
Virat Kohli And Rohit Sharma: বিমান সংস্থার বিরল শ্রদ্ধায় ROHIRAT, কল সাইনে বনস্পতিদের 'বিদায়ী' বন্দনা
বিরাট-রোহিতকে বিরল সম্মান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শনিবার ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। আর রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোংয়ের দেশে ফিরতে লেগে গেল বৃহস্পতিবার। চারদিন পর ভুবনজয়ীরা ফিরলেন দেশে। বার্বাডোজে পুরো দলই আটকে পড়েছিল। সেখানে তাণ্ডব চালিয়েছে হারিকেন বেরিল (Hurricane Beryl)। অবশেষে সব বাধা কাটিয়ে ভারত ঘরে ফিরেছে। ১৬ ঘণ্টার বিমানযাত্রার পর নয়াদিল্লিতে পা রেখেছেন রাহুল দ্রাবিড়রা (Rahul Dravid)।

চার্টাড ফ্লাইটে সওয়ার হয়ে বার্বাডোজ থেকে সরাসরি দিল্লি এসেছেন রোহিতরা। বিমানবন্দর থেকে রাহুল দ্রাবিড়রা খানিক বিশ্রাম নেওয়ার জন্য় চলে গিয়েছিলেন আইটিসি মৌর্য হোটেলে। সেখানে ঘণ্টাদুয়েক কাটিয়ে টিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান। সেখানে অনুষ্ঠান শেষ করে রোহিতরা ফিরে আসেন ফের হোটেলে। এরপর হোটেল থেকে তাঁরা চলে যান ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে। ২.৫৫ নাগাদ ভিস্তারার বিমান ছাড়ে রোহিতদের নিয়ে। তা উড়ে যায় মুম্বইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠানের পাশাপাশি মেরিন ড্রাইভে টিমের ভিকট্রি প্য়ারেডও রয়েছে। ভিস্তারা ভুবনজয়ীদের সংবর্ধনায় একের পর এক চমক রেখেছিল। বিমান টেক-অফের আগে হয় জল কামান দিয়ে স্নান। 

আরও পড়ুন: ১৬ ঘণ্টার উড়ানের পর বেজায় খিদে, ডায়েটকে গুলি মেরে বিরাট-রোহিত খেলেন...

এখানেই শেষ নয়, ফ্লাইটের কল সাইনে বিরল শ্রদ্ধায় 'রোহিরাট'। দিল্লি থেকে মুম্বইগামী এই বিমানের কল সাইন ছিল UK1845। বিরাটের জার্সি নম্বর ১৮, রোহিতের জার্সি নম্বর ৪৫। এখন প্রশ্ন এই কল সাইন কি? কল সাইন হচ্ছে বিমানের অনন্য পরিচয়। যা এয়ার ব্যান্ডে রেডিও ট্রান্সমিশনের সময় ব্যবহৃত হয়। এটি অক্ষরের সঙ্গে নম্বরের সংমিশ্রণে তৈরি হয়। যেমন AAL872 বা VLG1011। ঘটনাচক্রে বার্বাডোজ থেকে এয়ার ইন্ডিয়ার যে চার্টাড বিমানে ভারত দিল্লিতে এসেছে, সেই বিমানের কলসাইন ছিল AIC24WC। চব্বিশের বিশ্বজয়ীদের সম্মানে তা করা হয়েছিল 24WC। টি-২০ বিশ্বকাপই ছিল বিরাট-রোহিতের দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ। আর নীল জার্সিতে তাঁদের কখনও দেখা যাবে না ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে। বিরাট বিদায় বলেছিলেন ঠিক ম্য়াচের পরেই, রোহিত আসি বন্ধু বলার জন্য় বেছে নিয়েছিলেন সাংবাদিক বৈঠক।

ম্য়াচের সেরার পুরস্কার হাতে তুলে বিরাট হর্ষ ভোগলেকে বলেন, 'হ্য়াঁ, এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ। ঠিক এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। একেক দিন মনে হয় যে, আপনি রানই পাবেন না, তারপর কিছু ঘটে যায়। নাও ওর নেভার পরিস্থিতি ছিল আমাদের জন্য়। এর সঙ্গেই জানিয়ে রাখি যে, আমি দেশের জার্সিতে টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এটা ওপেন সিক্রেটই বলা চলে। সবটুকু চেয়েছিলাম করে নিতে। বিশ্বকাপটিও জিততে চেয়েছিলাম। এবার আগামী প্রজন্ম টি-২০ এগিয়ে নিয়ে যাক। আমাদের দীর্ঘ প্রতীক্ষার আবসান। অবেশেষ আইসিসি-র ট্রফির খরা কাটল। রোহিত ন'টি টি-২০ বিশ্বকাপ খেলেছে। আমার এটি ষষ্ঠ। এই কাপের ও দাবিদার।'

রোহিত সাংবাদিকদের চমকে দিয়ে বলেন, 'আমিও বিরাটের মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললাম। এই ফরম্য়াটকে গুডবাই বলার জন্য় এর চেয়ে ভালো সময় হতে পারত না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। টি-২০-র হাত ধরেই ভারতের হয়ে আমার অভিষেক। ভীষণ ভাবে এই কাপটা জিততে চেয়েছিলাম। শব্দে প্রকাশ করতে পারব না এই আনন্দ। আমার জন্য় খুব আবেগঘন মুহূর্ত। জীবনে মরিয়া হয়ে এই খেতাব চেয়েছিলাম। আজ খুশি যে ফিনিশিং লাইন পার করতে পেরেছি।'
 
১২ জুন ২০১০, জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাটের দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক। সেদিন হারারেতে তিনি ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন। ২৯ জুন ২০২৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেললেন বিরাট। শেষ ইনিংস করে রাখলেন স্মরণীয়। ৫৯ বলে ৭৬ রান করে তিনি আউট হন। দেশের হয়ে ১২৫টি টি-২০ ম্য়াচে বিরাট করেছেন ৪১৮৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি আছে তাঁর। সর্বাধিক ইনিংস অপরাজিত ১২২ রানের। এমনকী এই ফরম্য়াটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন চার উইকেটও। ১৪ বছরের টি২০আই কেরিয়ার ঠিক এমনই

১৯ সেপ্টেম্বর ২০০৭, ইংল্য়ান্ডের বিরুদ্ধে রোহিতের দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক। যদিও সেদিন রোহিত ব্য়াট করার সুযোগ পাননি।  ২৯ জুন ২০২৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেললেন। ৫ বলে ৯ রান করে রোহিত আউট হলেন শেষ টি-২০আই ম্য়াচে। দেশের হয়ে ১৫৯টি টি-২০ ম্য়াচে বিরাট করেছেন ৪২৩১ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধ-শতরান আছে তাঁর। সর্বাধিক ইনিংস অপরাজিত ১২১ রানের। এই ফরম্য়াটে তিনি হাত ঘুরিয়ে নিয়েছেন এক উইকেটও। ১৭ বছরের টি২০আই কেরিয়ার ঠিক এমনই।

আরও পড়ুন: জাত চেনালেন সেই জবি জাস্টিন, ডায়মন্ডের ত্রাতা লাল-হলুদের প্রাক্তন নক্ষত্র

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.