US Restaurant: পাতি প্লেন দোসার দাম ১৫০০! 'নেকেড ক্রেপ' ভেবে দেদার খাচ্ছে মার্কিনীরা...

Naked Crepe: দোসা বিক্রি হচ্ছে নেকেড ক্রেপ নামে। নামগুলি শুনতে অদ্ভুত লাগলেও, এর দাম শুনলেও চক্ষু চড়কগাছ হবে। 

Updated By: Jul 3, 2024, 03:40 PM IST
US Restaurant: পাতি প্লেন দোসার দাম ১৫০০! 'নেকেড ক্রেপ' ভেবে দেদার খাচ্ছে মার্কিনীরা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোসা বিক্রি হচ্ছে নেকেড ক্রেপ নামে। ইডলির নাম 'ডাঙ্কড রাইস কেক ডিলাইট', বড়ার নাম 'ডাঙ্কড ডোনাট ডিলাইট'। নামগুলি শুনতে অদ্ভুত লাগলেও, এর দাম শুনলেও চক্ষু চড়কগাছ হবে। একটা দোসার দাম ১৭ ডলার, যার ভারতীয় দাম প্রায় ১৫০০ টাকা। ইডলির দাম ১৫.৩৯ ডলার, যার ভারতীয় দাম প্রায় ১৩০০ টাকা। বড়ার দাম ১৬.৪৯ ডলার, যার ভারতীয় দাম প্রায় ১৪০০ টাকা।

রেঁস্তরাটি সুদূর আমেরিকার। সেখানেরই এই দক্ষিণ ভারতের জনপ্রিয় স্ন্যাক্সগুলি বিক্রি হচ্ছে ভিন্ন নামে। সেই খাবারের মেনু কার্ডের স্ক্রিনশট শেয়ার করেছেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, 'কে জানত বড়া, ইডলি এবং দোসা এত ফ্যানসি নাম হতে পারে। এইসব আজব নাম দিয়ে খাবারের মজা চলে যায়। তাই না।'

হর্ষ গোয়াঙ্কার পোস্টটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়ে। এখন সেটি ইতোমধ্যেই ৫৪ হাজারের বেশি ভিউ পেয়েছে। এবং ৫০০ বেশি লাইক পেয়েছে। সেখানে নেটিজেনরা বিভিন্ন রকমের কমেন্ট করেছেন। একজন লেখেন, 'এত বেশি দাম। প্রতি প্লেট ১৩০০ থেকে ১৫০০।' অন্য একজন লেখেন, 'আমাদের দেশের একে আমরা সাম্বার, বড়া, ইডলি এবং দোসা বলি। এটা ইতালিয়ান মেন্যুতে ভারতীয় কুইজিন যোগ করেছে।'

আরও পড়ুন:Chennai: যেন সিনেমা! স্যুভেনির শপের মাধ্যমে এয়ারপোর্টের বুকের উপরে বসেই সোনা পাচার...

আবার একজন লেখেন, 'তারা প্রতি ডিশে কমপক্ষে ৩ জন লোক নিয়োগ করা উচিত।' একজন লেখেন, 'এটা হাস্যকর।' অন্য একজন লেখেন, 'ভারতের কোথাও ইডলি বা ভাদা এত দামি মনে করবেন না।'

মেনুটি ভারতীয় ক্রেপ কোং নামে একটি নিরামিষ রেস্তোরাঁর অন্তর্গত। এটি ফ্রেমিংহাম, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। উবের ইটস-এর মতে, দক্ষিণ ভারতীয় খাবারের একটি আনন্দদায়ক বৈচিত্র্য পরিবেশন করে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.